AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RBI Rules: টাকায় লেখা থাকলে বা ছেঁড়া হলেই কি বাতিল হয়ে যায় নোট? কী বলে RBI-র নিয়ম, জেনে নিন…

RBI Rules on Currency: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে সাধারণভাবে জনগণকে টাকার নোটে কোনও কিছু লিখতে বা আঁকিবুঁকি বারণ করা হয়। তবে টাকার উপরে লিখলে তা মোটেও বাতিল হয়ে যায় না।

RBI Rules: টাকায় লেখা থাকলে বা ছেঁড়া হলেই কি বাতিল হয়ে যায় নোট? কী বলে RBI-র নিয়ম, জেনে নিন...
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Apr 17, 2023 | 8:15 AM
Share

নয়া দিল্লি: ডিজিটাল যুগে যাবতীয় লেনদেন অনলাইনে হলেও, এখনও বহু ক্ষেত্রেই নগদ টাকার (Cash) ব্য়বহার করতে হয়। টাকা দিতে গিয়ে অনেক সময়ই আমরা দেখি যে নোটের মধ্যে কিছু লেখা (Writing on Note)। কখনও তাতে প্রেমের কথা জাহির করা হয়, কখনও আবার ফোন নম্বর বা টাকার হিসাব লেখা থাকে। তবে টাকার নোটে কিছু লেখা থাকলে অনেক সময়ই দোকানদাররা সেই নোট নিতে চান না। বিভিন্ন ব্যাঙ্কও সহজে এই নোট নিতে চায় না। আর যদি নোট কোনওভাবে ছেঁড়া হয়, তাহলে তো ছেড়েই দিন। বাসের কন্ডাক্টর থেকে দোকানদার, কেউই সেই নোট নিতে চান না। অনেকেই মনে করেন যে টাকার নোটে কোনও কিছু লেখা থাকলে বা তা ছেঁড়া থাকলে, নোটটি বাতিল হয়ে যায়। কিন্তু সত্যিই কি এটা হয়? রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India) এই বিষয়ে কী বলা হয়েছে, জেনে নিন-

আরবিআই-র নিয়ম-

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে সাধারণভাবে জনগণকে টাকার নোটে কোনও কিছু লিখতে বা আঁকিবুঁকি বারণ করা হয়। তবে টাকার উপরে লিখলে তা মোটেও বাতিল হয়ে যায় না। বরং টাকার নোট বা মুদ্রার মেয়াদ কমে যায়। টাকার উপরে কিছু লেখা থাকলে তার ক্ষয় হয়, ফলে নোট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

অন্যদিকে, আপনার কাছে যদি ছেঁড়া নোট থাকে, তবে চিন্তার কোনও কারণ নেই। শহরের যেকোনও ব্য়াঙ্কে গেলেই, সেখানে ছেঁড়া নোট বদলে দেওয়া হয়। যদি কোনও ব্যাঙ্কের কর্মী নোট বদলাতে অস্বীকার করেন, তবে আপনি এই নিয়ে অভিযোগও জানাতে পারেন।