কলকাতা: আসছে আরও আকর্ষণীয় পেনশন স্কিম। শীঘ্রই নতুন পেনশন ব্যবস্থার অধীনে একটি নতুন তহবিলে বিনিয়োগের রাস্তা খুলতে চলেছে বলে খবর। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (পিএফআরডিএ) তরুণদের জন্য নতুন পেনশন সিস্টেমকে (এনপিএস) আরও ঢেলে সাজাতে চাইছে বলে জানা যাচ্ছে। সে কারণে নিউ ব্যালেন্সড লাইফ সাইকেল নামে একটি নতুন তহবিল শুরু হতে চলেছে বলে খবর। এই ফান্ডের হাত ধরে অবসরকালীন সময়ে হাতে আসবে আরও মোটা টাকা। এমনটাই মত ওয়াকিবহাল মহলের। এই ফান্ডের হাত ধরেই অবসর নেওয়ার আগে পর্যন্ত অনেক বেশি টাকা জমানোও সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
PFRDA-এর এই প্রস্তাবিত প্রকল্পের অধীনে, দীর্ঘ সময়ের জন্য ইক্যুইটি তহবিলে আরও বেশি বিনিয়োগ করা যেতে পারে। এই স্কিমের অধীনে, শেয়ার হোল্ডারের বয়স ৪৫ বছর হয়ে গেলে ইক্যুইটি বিনিয়োগে বরাদ্দের পরিমাণ ধীরে ধীরে হ্রাস পাবে, যেখানে বর্তমানে এটা শুরু হয়ে যায় ৩৫ বছর বয়স হয়ে গেলেই। সোজা কথায় এইভাবে, NPS-এ যোগদানকারী পেনশনভোগী ৪৫ বছর বয়স পর্যন্ত ইক্যুইটি ফান্ডে আরও বেশি বিনিয়োগ করার সুবিধা পাবেন। যে কারণ অবসর নেওয়ার আগে পর্যন্ত আরও বেশি টাকা জমানোর সুযোগ থাকছে।
PFRDA চেয়ারম্যান দীপক মোহান্তি শুক্রবার জানিয়েছে, তাঁরা দীর্ঘ সময়ের জন্য ইক্যুইটি শেয়ার তহবিলে বিনিয়োগ বরাদ্দ করার জন্য দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) একটি New Balanced Life Cycle Fund আনছেন। এর দ্বারাই দীর্ঘ সময়ের জন্য ইক্যুইটি তহবিলে আরও বেশি বরাদ্দ করা যাবে। তাই অবসরকালে নানা প্রয়োজনে টাকার জোগান কোথা থেকে আসবে সেই চিন্তা কিছুটা দূর হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।