Adani Group: সংস্থার দেশজোড়া নাম, কিন্তু গৌতম আদানির বেতন কিন্তু দেশের অনেক সাধারণ ব্যবসায়ীর থেকেও অনেক কম

Jun 23, 2024 | 6:03 PM

Adani Group: আদানি গ্রুপের তালিকাভুক্ত ১০টি কোম্পানি শেয়ার বাজারে এই তথ্য দিয়েছে। তাদের রিপোর্ট থেকে জানা গিয়েছে গৌতম আদানি মাত্র দুটি সংস্থা, আদানি এন্টারপ্রাইজ লিমিটেড এবং আদানি পোর্টস এবং এসইজেড থেকে বেতন পেয়েছেন।

Adani Group: সংস্থার দেশজোড়া নাম, কিন্তু গৌতম আদানির বেতন কিন্তু দেশের অনেক সাধারণ ব্যবসায়ীর থেকেও অনেক কম
গৌতম আদানি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি, বিশ্বের ১৪তম ধনী ব্যক্তি। কথা হচ্ছে গৌতম আদানিকে নিয়ে। তথ্য বলছে ২০২৩-২৪ অর্থ বছরে মোট ৯.২৬ কোটি টাকা বেতন পেয়েছেন তিনি। আদানি গ্রুপের ১০টি কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত হলেও গৌতম আদানি মাত্র ২টি কোম্পানি থেকে বেতন পেয়েছেন। কোম্পানির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যানের পদ এবং অন্যান্য অনেক বড় দায়িত্ব পালনের জন্য তিনি এই বেতন পাচ্ছেন বলে খবর। কিন্তু জানেন কী তার বেতন দেশের অনেক বড় ব্যবসায়ীর থেকেও কম? শুনতে অবাক লাগলেও এমনটাই সত্যি।  

আদানি গ্রুপের তালিকাভুক্ত ১০টি কোম্পানি শেয়ার বাজারে এই তথ্য দিয়েছে। তাদের রিপোর্ট থেকে জানা গিয়েছে গৌতম আদানি মাত্র দুটি সংস্থা, আদানি এন্টারপ্রাইজ লিমিটেড এবং আদানি পোর্টস এবং এসইজেড থেকে বেতন পেয়েছেন। প্রসঙ্গত, আদানি গ্রুপ বন্দর থেকে গ্রিন এনার্জি সেক্টর সবকিছুতেই কাজ করে। কিন্তু তিনি গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজ থেকে ২০২৩-২৪ সালে ২.১৯ কোটি টাকা বেতন পেয়েছেন। অন্যান্য সুবিধা ও ভাতা হিসেবে তিনি ২৭ লক্ষ টাকা পেয়েছেন। এইভাবে, এই কোম্পানি থেকে তার মোট বেতন হয়েছে ২.৪৬ কোটি টাকা। এছাড়াও, গৌতম আদানি গ্রুপের দ্বিতীয় বৃহত্তম সংস্থা আদানি পোর্টস অ্যান্ড এসইজেড লিমিটেড (এপিএসইজেড) থেকে ৬.৮ কোটি টাকা বেতন পেয়েছেন তিনি। সেই হিসাবে গৌতম আদানির বেতন দেশের অনেক বড় ব্যবসায়ীর থেকেও কম। 

দেশের সবচেয়ে ধনী ব্যক্তি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি কোভিড -১৯ এর পরে সংস্থা থেকে বেতন নেওয়া বন্ধ করে দিয়েছেন। তার আগে তার বার্ষিক বেতন ছিল ১৫ কোটি টাকা। অন্যদিকে গৌতম আদানির বেতন টেলিকম সংস্থা এয়ারটেলের মালিক সুনীল ভারতী মিত্তলের থেকেও কম। ২০২২-২৩ সালের সুনীল বেতন পয়েছেন ১৬.৭ কোটি টাকা। গৌতম আদানির বেতন তার থেকেও অনেক কম। 

Next Article