নয়া দিল্লি: কাছে-পিঠেই হোক বা দূরে কোথাও, যাদের আর্থিক সামর্থ্য একটু কম, তাদের যাতায়াতের একমাত্র ভরসা ট্রেনই। কোথাও ঘুরতে বা দরকারি কাজে যাওয়ার জন্য অনেকে যেমন আগে থেকেই টিকিট কেটে রাখেন, তেমনই আবার অনেকে তৎকালে টিকিট কাটেন। সরাসরি স্টেশনের টিকিট কাউন্টার থেকে ওই টিকিট সংগ্রহ করেন। তবে অনেক সময়ই সঙ্গে থাকা ব্যাগপত্রের ঠেলায় বা তাড়াহুড়োয় টিকিট হারিয়ে ফেলেন অনেকে। এই পরিস্থিতিতে কী করবেন জানেন?
টিকিট হারিয়ে গেলে সঙ্গে সঙ্গেই নতুন টিকিট কেনা যেমন সম্ভব নয়, তেমনই আবার টিকিট কাটলেও যে তা কনফার্ম হবে, এই গ্যারান্টিও কেউ দিতে পারে না। টিকিট হারিয়ে ফেললে বা কোনও কারণে তা ছিড়ে গেলে এই কাজ করুন, তাহলে ট্রেনে টিকিট পরীক্ষকের প্রশ্ন বা জরিমানার মুখে পড়তে হবে না।
এক্ষেত্রে আপনাকে ডুপ্লিকেট টিকিট বানাতে হবে। স্টেশনের টিকিট উইন্ডো থেকেই ডুপ্লিকেট টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, কেবলমাত্র দুটি ক্ষেত্রেই আপনি এই ডুপ্লিকেট টিকিট পাবেন, তা হল- যদি আপনার টিকিট কনফার্ম হয় বা আরএসি (রিজার্ভেশন এগেনস্ট ক্য়ানসেলেশন) হয়, তবেই আপনি ডুপ্লিকেট টিকিট পাবেন।
ট্রেনের ডুপ্লিকেট টিকিট সংগ্রহের জন্য আপনাকে স্লিপার কোচের জন্য ৫০ টাকা এবং তার উপরের শ্রেণিগুলির জন্য ১০০ টাকা দিতে হবে। যদি আপনার টিকিট ছিঁড়ে যায়, তবে আপনাকে ডুপ্লিকেট টিকিটের জন্য টিকিটের দামের ২৫ শতাংশ দিতে হবে।
যদি ডুপ্লিকেট টিকিট বানিয়ে ফেলার পর আপনি হারানো টিকিট খুঁজে পান, তবে আপনি ডুপ্লিকেট টিকিট ফেরত দিতে পারেন। এক্ষেত্রে আপনি রিফান্ডও পাবেন। ২০ টাকা বা ডুপ্লিকেট টিকিটের ৫ শতাংশ বাদ দিয়ে বাকি টাকা আপনি ফেরত পেয়ে যাবেন।