Deadlines of Various Scheme: Aadhaar-PAN লিঙ্ক থেকে শুরু করে ব্যাঙ্কের FD স্কিম, এই ৫ পরিষেবার ডেডলাইন ফুরোচ্ছে ৩১ মার্চেই

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 27, 2023 | 9:00 AM

Deadlines of Various Scheme: ফুরিয়ে যাচ্ছে একাধিক আর্থিক পরিষেবার ডেডলাইন। ৩১ মার্চের মধ্যেই করতে হবে প্যান-আধার লিঙ্ক।

Deadlines of Various Scheme: Aadhaar-PAN লিঙ্ক থেকে শুরু করে ব্যাঙ্কের FD স্কিম, এই ৫ পরিষেবার ডেডলাইন ফুরোচ্ছে ৩১ মার্চেই
প্রতীকী ছবি

Follow Us

আজ ২৭ মার্চ। মাস শেষ হতে আর মাত্র তিন-চারদিন বাকি। শুধু মাস শেষই নয়। এক অর্থবর্ষ শেষে আরেকটি অর্থবর্ষ শুরু হচ্ছে। সঙ্গে কার্যকর হচ্ছে নতুন নিয়ম। বাতিল হচ্ছে কিছু পুরনো বিধি। আর এই ৩১ মার্চের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আর্থিক কাজ সম্পন্ন করাও জরুরি। বেশ কিছু সরকারি পরিষেবারও ডেডলাইন ফুরিয়ে যাচ্ছে এই ৩১ মার্চেই। এক নজরে চোখ বুলিয়ে নিন কোন কোন কাজ বা পরিষেবার মেয়াদ শেষ হচ্ছে এই মার্চেই।

প্যান-আধার লিঙ্কিং: বর্তমানে কোনও আর্থিক লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হল প্যান ও আধার কার্ড। ৩১ মার্চের আগে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। সিবিডিটি অনুসারে, এই দুই নথি লিঙ্ক করা না থাকলে ১ এপ্রিল থেকে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে।

প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা: এটি কেন্দ্রীয় সরকারের একটি পেনশন ও ইনস্যুরেন্স প্ল্যান। এই যোজনার অধীনে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। এই যোজনায় বর্ষীয়ান নাগরিকরা বার্ষিক ৭.৪০ হারে সুদ পেতে পারেন। এই স্কিমে বিনিয়োগের শেষ দিন হল ৩১ মার্চ।

মিউচুয়াল ফান্ড নমিনেশন: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি) মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের ৩১ মার্চের মধ্যে বিদ্যমান ফোলিওগুলির জন্য মনোনয়ন জমা দেওয়ার পরামর্শ দিয়ে একটি সার্কুলার জারি করেছে।

আয়করে ছাড়: অর্থবর্ষ শেষ হতে আর মাত্র কয়েকদিনই বাকি। তাই এই অর্থবর্ষে আয়কর আইনের ৮০ সি ধারা প্রয়োগ করে কর ছাড়ের সুযোগ এখনও পর্যন্ত নিতে পারেন নাগরিকরা। এর জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা, পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিমে বিনিয়োগ করা যেতে পারে।

অমৃত কলস ফিক্সড ডিপোজিট: কেন্দ্রীয় সরকারের তরফে উচ্চ হারে ফিক্সড ডিপোজিটের সুবিধা দেওয়া হচ্ছে দেশের নাগরিকদের। এই ডিপোজিট স্কিমের মেয়াদও শেষ হচ্ছে ৩১ মার্চ।

 

 

Next Article