E-Scooty Price: আগামী মাস থেকেই ই-স্কুটির দাম বাড়তে চলেছে

E-Scooty Price Hike: বর্তমানে ইলেকট্রিক স্কুটি, গাড়ির জনপ্রিয়তা বেড়েছে। এগুলির দামও পেট্রোল-ডিজেল চালিত গাড়ির তুলনায় কম। তবে আগামী মাস অর্থাৎ ১ এপ্রিল, ২০২৪ থেকেই বাড়তে চলেছে ই-স্কুটির দাম। ফলে ই-স্কুটি কেনার পরিকল্পনা থাকলে শীঘ্রই কিনে ফেলুন।

E-Scooty Price: আগামী মাস থেকেই ই-স্কুটির দাম বাড়তে চলেছে
ই-স্কুটি। প্রতীকী ছবি।
Follow Us:
| Updated on: Mar 25, 2024 | 7:01 AM

নয়া দিল্লি: পেট্রল- ডিজেলের দাম আকাশছোঁয়া। দূষণও হয়। তাই বর্তমানে ইলেকট্রিক স্কুটি, গাড়ির জনপ্রিয়তা বেড়েছে। এগুলির দামও পেট্রোল-ডিজেল চালিত গাড়ির তুলনায় কম। তবে আগামী মাস অর্থাৎ ১ এপ্রিল, ২০২৪ থেকেই বাড়তে চলেছে ই-স্কুটির দাম। এক লাফে ১০ শতাংশ পর্যন্ত দাম বাড়তে হতে পারে বলে জানিয়েছে ইনভেস্টমেন্ট ইনফরমেশন অ্যান্ড ক্রেডিট রেটিং এজেন্সি বা আইসিআরএ। যা ক্রেতাদের উদ্বেগ বাড়াতে চলেছে। ফলে ই-স্কুটি কেনার পরিকল্পনা থাকলে শীঘ্রই কিনে ফেলুন।

কেন্দ্রের ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন প্রকল্পের অধীনে বর্তমানে কিছুটা সস্তায় ই-স্কুটি কিনতে পারেন। যদিও ভর্তুকির পরিমাণও কমিয়ে দিয়েছে সরকার। এই স্কিমে দু চাকার গাড়ির ভর্তুকি প্রতি kwh ১০,০০০ টাকা থেকে ৫,০০ টাকা প্রতি kwh করা হয়েছে।

ই-স্কুটার দাম বাড়লেও ২০২৫ সালে এই গাড়ির সংখ্যা বাজারের ৬.৮ শতাংশে পৌঁছতে পারে বলে মনে করছে আইসিআরএ। তবে পুরোটাই সরকারের নীতির উপর নির্ভর করবে। তবে ই-গাড়ির চাহিদা বাড়ছে নিঃসন্দেহে।