Electronics Sector: ৩ বছরে ১ কোটি ২০ লক্ষ কর্মী কাজ পাবেন এই সেক্টরে

Dec 29, 2024 | 5:44 PM

Electronics Sector: টিমলিজ ডিগ্রি অ্যাপ্রেন্টিসশিপ শনিবার একটি রিপোর্ট প্রকাশ করেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, ইলেকট্রনিকস সেক্টরে প্রত্যক্ষ কর্মসংস্থানের মধ্যে নিয়োগ হবে প্রায় ১০ লক্ষ ইঞ্জিনিয়র, ২০ লক্ষ আইটিআই প্রফেশনাল। এছাড়া এআই, ডেটা সায়েন্সে বিশেষজ্ঞ প্রায় ২ লক্ষ কর্মী প্রত্যক্ষভাবে ইলেকট্রনিকস ক্ষেত্রে কাজ পাবেন।

Electronics Sector: ৩ বছরে ১ কোটি ২০ লক্ষ কর্মী কাজ পাবেন এই সেক্টরে
প্রতীকী ছবি

Follow Us

নয়াদিল্লি: প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়ছে ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ আহ্বানে সাড়া দিয়ে বিদেশি সংস্থাগুলি ভারতে তাদের সংস্থার পণ্য উৎপাদনে জোর দিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানও বেড়েছে। তার মধ্যে অন্যতম ইলেকট্রনিকস সেক্টর। একটি রিপোর্ট বলছে, ২০২৭ সালের মধ্যে ইলেকট্রনিকস ক্ষেত্রে ১ কোটি ২০ লক্ষ কর্মসংস্থান হবে। এর মধ্যে ৩০ লক্ষ কর্মী সরাসরি ইলেকট্রনিকস ক্ষেত্রে কাজ পাবেন। আর ৯০ লক্ষ কর্মী পরোক্ষভাবে কাজ পাবেন।

টিমলিজ ডিগ্রি অ্যাপ্রেন্টিসশিপ শনিবার একটি রিপোর্ট প্রকাশ করেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, ইলেকট্রনিকস সেক্টরে প্রত্যক্ষ কর্মসংস্থানের মধ্যে নিয়োগ হবে প্রায় ১০ লক্ষ ইঞ্জিনিয়র, ২০ লক্ষ আইটিআই প্রফেশনাল। এছাড়া এআই, ডেটা সায়েন্সে বিশেষজ্ঞ প্রায় ২ লক্ষ কর্মী প্রত্যক্ষভাবে ইলেকট্রনিকস ক্ষেত্রে কাজ পাবেন।

২০৩০ সালের মধ্যে ইলেকট্রনিকস ক্ষেত্রে উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৫০০ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে তা দাঁড়িয়ে ১০১ বিলিয়ন মার্কিন ডলারে। ফলে আগামী ৫ বছরে লক্ষ্যমাত্রায় পৌঁছতে উৎপাদন কয়েক গুণ বাড়াতে হবে। বর্তমানে উৎপাদনের মধ্যে মোবাইল ফোনের একারই অবদান ৪৩ শতাংশ।

এই খবরটিও পড়ুন

টিমলিজ ডিগ্রি অ্যাপ্রেন্টিসশিপের চিফ স্ট্র্যাটেজি অফিসার সুমিত কুমার বলেন, “ভারতের ইলেকট্রনিকস সেক্টর খুব দ্রুত আন্তর্জাতিক ইলেকট্রনিকস হাব হয়ে উঠছে। বর্তমানে আন্তর্জাতিক উৎপাদনের ৩.৩ শতাংশ হয় ভারতে। ২০২৩ অর্থবর্ষে ভারতের মোট পণ্য রফতানির ৫.৩ শতাংশ ইলেকট্রনিকস সেক্টরের।”

 

Next Article