AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Elon Musk: মাস্কের চোখে চূড়ান্ত কলকাতা, শহরে এবার তৈরি হবে আর্থ গেটওয়ে

Elon Musk to Build Gateway Station: বিদেশি নয়, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ মেনে কোনও ভারতীয় দ্বারাই পরিচালিত হবে স্টারলিঙ্কের গেটওয়ে স্টেশন। স্টারলিঙ্কের ভারতে আগমন নিয়ে একটি বিতর্ক বারংবার মাথা চাড়া দিয়েছে তা হল, নিরাপত্তা। এই বিদেশি পরিচালক আনার নেপথ্যেও দানা বেঁধেছিল সেই একই তত্ত্ব। নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতীয় পরিচালক নিয়োগের নির্দেশ দিয়েছে শাহের দফতর।

Elon Musk: মাস্কের চোখে চূড়ান্ত কলকাতা, শহরে এবার তৈরি হবে আর্থ গেটওয়ে
ইলন মাস্কImage Credit: PTI
| Updated on: Oct 31, 2025 | 10:23 PM
Share

নয়াদিল্লি: কলকাতায় তৈরি হবে মার্কিন সংস্থা স্টারলিঙ্কের ‘গেটওয়ে স্টেশন’। স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর পথে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। কয়েক মাস ধরেই মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে একেবারে সরকারি স্তরে আলোচনা চালাচ্ছে নয়াদিল্লি। ইতিমধ্যেই ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের থেকে ছাড়পত্র পেয়েছে ইলনের সংস্থা। গ্রিন সিগন্যাল দিয়েছে দেশের মহাকাশ নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রোমোশন অ্য়ান্ড অথারাইজেশন সেন্টারও। এই ছাড়পত্র পাওয়ার পর ধীরে ধীরে গ্রাউন্ডওয়ার্ক শুরু করে দেয় স্টারলিঙ্ক। এবার সেই গ্রাউন্ডওয়ার্কের পর ভারতের ন’টি জায়গায় গেটওয়ে স্টেশন তৈরির সিদ্ধান্ত নিয়েছে তাঁরা।

সর্বভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মুম্বই, নয়ডা, চণ্ডীগড়, হায়দরাবাদ, কলকাতা ও লখনউ- সহ মোট ন’টি জায়গায় এই আর্থ গেটওয়ে স্টেশন তৈরি করবে তাঁরা। এই স্যাটেলাইট স্টেশনগুলির জন্য প্রথমদিকে বিদেশ থেকে অভিজ্ঞ পরিচালক আনার সিদ্ধান্ত নিয়েছিল ইলন মাস্কের সংস্থা। কিন্তু সেই ইচ্ছা আপাতত পূরণ হচ্ছে না বলেই খবর।

বিদেশি নয়, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ মেনে কোনও ভারতীয় দ্বারাই পরিচালিত হবে স্টারলিঙ্কের গেটওয়ে স্টেশন। স্টারলিঙ্কের ভারতে আগমন নিয়ে একটি বিতর্ক বারংবার মাথা চাড়া দিয়েছে তা হল, নিরাপত্তা। এই বিদেশি পরিচালক আনার নেপথ্যেও দানা বেঁধেছিল সেই একই তত্ত্ব। নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতীয় পরিচালক নিয়োগের নির্দেশ দিয়েছে শাহের দফতর।

উল্লেখ্য কোনও সংস্থা ইন্টারনেট পরিষেবা প্রদান করার জন্য সরকারের থেকে স্পেকট্রাম নাইট হয়। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই সেই স্পেকট্রামের জন্য আবেদন জানিয়েছিল স্টারলিঙ্ক। ৬০০ গিগাবাইট প্রতি সেকেন্ড ক্ষমতার স্পেকট্রাম প্রয়োজন তাদের। যা প্রাথমিকভাবে পেয়েছে তাঁরা। অবশ্য স্পেকট্রাম চূড়ান্ত নয়, মূলত টেস্টিং ও নিরাপত্তা জনিত কোনও ঝুঁকি থাকছে কিনা তা যাচাই করে নিতেই এই স্পেকট্রাম দেওয়া হয়েছে।