AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৮ বছর আগেই Elon Musk-কে আমন্ত্রণ, Anand Mahindra-র ডাকে ‘সাড়া দিয়ে’ অবশেষে ভারতে Tesla!

Tesla in India: আজ থেকে ৮ বছর আগে ২০১৭ সালের জুন মাসের ২ তারিখ আনন্দ মাহিন্দ্রা ইলন মাস্কের একটি পোস্ট শেয়ার করে, টেসলাকে ভারতে আসার আমন্ত্রণ জানান।

৮ বছর আগেই Elon Musk-কে আমন্ত্রণ, Anand Mahindra-র ডাকে 'সাড়া দিয়ে' অবশেষে ভারতে Tesla!
| Updated on: Jul 16, 2025 | 6:48 PM
Share

আমেরিকান ইলেকট্রিক ভেহিকল সংস্থা টেসলা ভারতে তাদের প্রথম শোরুম খোলার পরই একটি টুইটের (বর্তমানে এক্স হ্যান্ডেল) স্ক্রিনশট নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানির চেয়ারপার্সন আনন্দ মাহিন্দ্রা। সেখানে দেখা যাচ্ছে আজ থেকে ৮ বছর আগে ২০১৭ সালের জুন মাসের ২ তারিখ তিনি ইলন মাস্কের একটি পোস্ট শেয়ার করে, টেসলাকে ভারতে আসার আমন্ত্রণ জানান।

১৫ জুলাই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন আনন্দ মাহিন্দ্রা। তিনি লেখেন, “ইলন মাস্ক ও টেসলাকে ভারতে স্বাগতম। বিশ্বের সবচেয়ে বড় ইভি বাজার এবার আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। প্রতিযোগিতা উদ্ভাবনী নিয়ে আসে ও সেদিকে এখনও অনেক রাস্তা যেতে হবে আমাদের”। তিনি এই পোস্টে ইলন মাস্ককে এও বলেন যে, আশা করছি আমাদের কোনও এক চার্জিং স্টেশনে দেখা হবে”।

প্রসঙ্গত, মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের মেকার ম্যাক্সিটি মলে তাদের প্রথম শোরুম, টেসলা এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে। ভারতে আপাতত টেসলা মডেল ওয়াই বিক্রি করতে চলেছে ইলন মাস্কের সংস্থা। আর এই মডেলের দাম হতে পারে প্রায় ৭০ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৬০ লক্ষ টাকার কাছাকাছি।