ভারতে পরিষেবা শুরু করার আগেই বিরাট ধাক্কা খেল Elon Musk-এর StarLink, থমকাল কাজ!
Elon Musk's StarLink: ভারতে পরিষেবা শুরু করার আগেই একটা বিরাট বিভ্রাটের মুখে পড়ল ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবা।

ইতিমধ্যে ভারতে পরিষেবা শুরু করার প্রয়োজনীয় অনুমোদন পেয়ে গিয়েছে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট প্রদানকারী সংস্থা স্টারলিঙ্ক। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি তারা ভারতে তাদের ইন্টারনেট পরিষেবা শুরু করতে পারবে। কিন্তু ভারতে পরিষেবা শুরু করার আগেই একটা বিরাট বিভ্রাটের মুখে পড়ল সংস্থার ইন্টারনেট পরিষেবা।
Starlink is currently in a network outage and we are actively implementing a solution. We appreciate your patience, we’ll share an update once this issue is resolved.
— Starlink (@Starlink) July 24, 2025
২৪ জুলাই আমেরিকা ও ইউরোপের একাধিক দেশের ব্যবহারকারীরা হঠাৎই দেখেন ইন্টারনেট কাজ করছে না। প্রায় ৬১ হাজার গ্রাহক এই সমস্যার সম্মুখীন হয়েছিলেন বলেই জানা গিয়েছ। স্টারলিঙ্কের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয় এই বিঘ্নের কথা। তারা এও জানায়, পরিষেবা দ্রুত স্বাভাবিক করার জন্য কাজ করছে স্টারলিঙ্ক।
Starlink has now mostly recovered from the network outage, which lasted approximately 2.5 hours. The outage was due to failure of key internal software services that operate the core network. We apologize for the temporary disruption in our service; we are deeply committed to… https://t.co/ffFYM1Z7tD
— Michael Nicolls (@michaelnicollsx) July 24, 2025
স্টারলিঙ্কের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলাস এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, পরিষেবা স্বাভাবিক হতে সময় লেগেছে প্রায় আড়াই ঘন্টা। তিনি আরও যোগ করেন এই ঘটনা ঘটার পিছনে মূল কারণ সফটওয়্যারের ব্যর্থতা। যদিও এই ব্যর্থতার কারণ খুঁজে বের করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
