ATM থেকেই তুলতে পারবেন PF-র টাকা, কবে হাতে পাবেন স্পেশাল কার্ড? রইল সব আপডেট
EPFO Withdrawal: যবে থেকে নতুন পিএফের ঘোষণা করা হয়েছে, তবে থেকেই সকলের মনে প্রশ্ন, কীভাবে এটিএম থেকে পিএফের টাকা তোলা যাবে? সর্বাধিক কত টাকা তোলা যাবে পিএফ অ্যাকাউন্ট থেকে? এবার সেই সব প্রশ্নেরই উত্তর মিলল।

নয়া দিল্লি: চাকরিজীবীদের ভবিষ্যতের সঞ্চয় হল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফও। প্রতি মাসেই কর্মীদের বেতন থেকে একটা নির্দিষ্ট অঙ্ক পিএফ অ্যাকাউন্টে জমা পড়ে। অবসর গ্রহণের পর সেই টাকা তোলা যায়। তবে হঠাৎ কোনও প্রয়োজন পড়লে, ইপিএফ অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট অঙ্ক টাকা তোলা যায়। গত বছরই শ্রম মন্ত্রক বড় ঘোষণা করেছে। পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ঝামেলা কমাতে, এবার থেকে এটিএম থেকেও টাকা তোলা যাবে। এই ইপিএফও ৩.০ নিয়েই বড় আপডেট মিলল এবার।
যবে থেকে নতুন পিএফের ঘোষণা করা হয়েছে, তবে থেকেই সকলের মনে প্রশ্ন, কীভাবে এটিএম থেকে পিএফের টাকা তোলা যাবে? সর্বাধিক কত টাকা তোলা যাবে পিএফ অ্যাকাউন্ট থেকে? এবার সেই সব প্রশ্নেরই উত্তর মিলল।
ইপিএফও ৩.০-র অধীনে শীঘ্রই এটিএম থেকে টাকা তোলার সুবিধা পাওয়া যাবে। এর জন্য আলাদা একটি এটিএম কার্ড দেওয়া হবে। ওই কার্ড ব্যবহার করে সরাসরি পিএফ অ্যাকাউন্ট থেকেই টাকা তোলা যাবে। শ্রম মন্ত্রক সূত্রে খবর, আগামী জুন মাস থেকেই গ্রাহকদের কাছে এই এটিএম কার্ড পাঠানো হবে।
এই ব্যবস্থা চালু হলে, অনলাইন বা অফলাইনে অ্যাপ্রুভালের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। আবেদন করলেই দ্রুত পিএফ ফান্ড উইথড্র অ্য়াপ্রুভ করা হবে।
কত টাকা তোলা যাবে?
সর্বোচ্চ কত টাকা তোলা যাবে, সে সম্পর্কে এখনও কোনও ঘোষণা করা হয়নি, তবে অসমর্থিত সূত্রে খবর, সর্বাধিক ২০ থেকে ৫০ হাজার টাকা তোলা যাবে এটিএম থেকে।
কীভাবে কাজ করবে এই এটিএম কার্ড?
ইউনিভার্সাল অ্য়াকাউন্ট নম্বর বা ইউএএন-র সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকবে। এটিএম থেকে পিন নম্বর দিয়ে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে।
এই কার্ডে মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশনের ব্যবস্থা থাকবে। টাকা তুলতে গেলে মোবাইলে ওটিপি আসবে, সেই নম্বর বসালে, তবেই টাকা তোলা যাবে এটিএম থেকে।





