পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত করেছেন? ডেডলাইন কিন্তু এগিয়ে আসছে

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 07, 2021 | 9:40 PM

EPFO-Adhaar linking: আগে ১ জুন পর্যন্ত ডেডলাইন ধার্য করা হয়েছিল।পরে সেই সময়সীমা বাড়ানো হয়।

পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত করেছেন? ডেডলাইন কিন্তু এগিয়ে আসছে
ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: ইপিএফও অ্যাকাউন্ডে বেতনভুক সরকারি ও বেসরকারি কর্মীদের বেতন ধেকে কিছু টাকা জমা করা হয়। ইপিএফও-রতরফ থেকে আগেই বলা হয়েছিল যাতে ওই অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত করা হয়। আর সেই সংযোগ করার শেষ তারিখ ১ সেপ্টেম্বর। তার মধ্যেই যুক্ত করতে হবে, নাহলে অ্যাকাউন্টে টাকা জমা বন্ধ হয়ে যেতে পারে।

ইপিএফও-র তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘১ সেপ্টেম্বরের পর থেকে যে সব কর্মীর অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা হবে না, তাদের অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারবে না কোনও সংস্থা।’ প্রাথমিকভাবে ১ জুনের মধ্যে আধার ও ইউএএন নম্বর যুক্ত করতে বলা হয়েছিল। পরে সেই মেয়াদ আরও বাড়ানো হয়। আরও জানানো হয়েছে যে এ ব্যাপারে ফোন, মেসেজ, ইমেলের মাধ্যমে বারবার কর্মীদের সতর্ক করা হয়েছে। সেপ্টেম্বরের আগে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করতেই হবে।

কী ভাবে লিঙ্ক করবেন ইপিএফও আর আধার? অনলাইনে ও অফলাইনে দুই পদ্ধতিতেই লিঙ্ক করা যায়।

অনলাইনে করতে গেলে, https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface- এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে UAN নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এরপর Manage সেকশনে KYC অপশনে ক্লিক করতে হবে। তখনই পিএফ অ্যাকাউন্ট ও আধার লিঙ্ক করার অপশন খুলে যাবে। এরপর আধার নম্বর ও আধার কার্ডে থাকা নাম দিয়ে ‘সার্ভিস’ অপশনে ক্লিক করতে হবে। ওই তথ্য UIDAI এর তথ্যের সঙ্গে ভেরিফাই করা হবে। KYC-র নথি সঠিক থাকলে আধার ও ইপিএফও অ্যাকাউন্ট যুক্ত হয়ে যাবে।

অফলাইনে লিঙ্ক করাতে পারেন। তার জন্য “Aadhaar Seeding Application নামে একটি ফর্ম পূরণ করতে হবে। সব তথ্যের সঙ্গে ফর্মে UAN ও Aadhaar নম্বর দিতে হবে।
ফর্মের সঙ্গে আপনার ইউএএন, প্যান, আধারের সেলফ অ্যাটাস্টেড কপি জমা দিতে হবে। ইপিএফও অফিসের আধিকারিকের কাছে জমা দিতে হবে ফর্ম। ভেরিফিকেশনের পর আপনার আধারের সঙ্গে পিএফ অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে। এই সংক্রান্ত একটি মেসেজ রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে যাবে।

Next Article