EPFO : সদস্যদের অ্যাকাউন্টে ঢুকবে সুদের টাকা, কীভাবে দেখবেন ব্যালেন্স জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Nov 09, 2022 | 8:58 AM

EPFO : এবার EPFO সদস্যদের অ্য়াকাউন্টে সুদের টাকা জমা হতে শুরু করেছে। মিসড কল বা মেসেজের মাধ্যমে নিজের অ্যাকাউন্টের ব্যালেন্স জেনে নিতে পারেন সদস্যরা।

EPFO : সদস্যদের অ্যাকাউন্টে ঢুকবে সুদের টাকা, কীভাবে দেখবেন ব্যালেন্স জেনে নিন
ছবি সৌজন্যে : TV9 Gujarati

Follow Us

অবশেষে ২০২১-২২ অর্থবর্ষের সুদ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে (Employees’ Provident Fund) আসা শুরু হয়েছে। এই সুদ দেওয়ার ক্ষেত্রে কিছুটা দেরি হওয়ার জন্য কোনও গ্রাহক যাতে EPF-র সুদ পাওয়া থেকে বাদ না পড়েন তা নিশ্চিত করেছে ইপিএফও। গত মাসেই সুদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে টুইট করেছিল এই সংস্থা। সংস্থার তরফে জানানো হয়েছিল, শীঘ্রই সকল বিনিয়োগকারীর অ্য়াকাউন্টে সুদ ঢুকবে।

এবার গ্রাহকদের অ্যাকাউন্টে সুদ ঢুকেছে কিনা তা তারা একাধিক উপায়ে জানতে পারেন। আপনি যদি রেজিস্টার্ড সদস্য হন এবং ১২ অঙ্কের UAN থাকে তাহলে EPFO পাসবুকেই আপনি ব্যালেন্স চেক করতে পারেন।

কীভাবে চেক করবেন ব্যালেন্স?

  • EPFO-র ওয়েবসাইটে যান। epfindia.gov.in
  • ড্যাশবোর্ডের একদম উপরে ‘পরিষেবা’ বা ‘Services’ সেকশনে যান। তার মধ্যে ‘For Employees’ সেকশনে যান।
  • এবার নতুন পেজ দেখতে পারবেন। সেখান থেকে ‘Member Passbook’ অপশনে যান। সেখান থেকে লগইন পেজে চলে যাবেন।
  • UAN তথ্য ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। সেখানে আপনাকে ক্যাপচা কোড দিতে হবে।
  • সফলভাবে লগ ইনের পর পোর্টাল থেকে সরাসরি ইপিএফ অ্যাকাউন্টে চলে যাবেন। সেখানেই কত টাকা সুদ পেয়েছেন তা দেখতে পাবেন সদস্যরা।

এছাড়াও মিসড কল ও মেসেজের মাধ্যমে নিজের ইপিএফ অ্য়াকাউন্টের ব্যালেন্স জানতে পারেন সদস্যরা। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে ‘EPFOHO UAN ENG’ লিখে পাঠান। এছাড়াও ০১১-২২৯০১৪০৬ বা ৯৯৬৬০৪৪৪২৫ নম্বরে মিসড কল দিতে পারেন। এই দুটি পরিষেবাতেই আপনার অ্যাকাউন্টের মোট ব্য়ালেন্স জানা যাবে। তবে কোনও নির্দিষ্ট অর্থবর্ষের জমা রাশি আলাদাভাবে জানা যাবে না।

Next Article