PF অ্যাকাউন্ট থেকে অগ্রিম টাকা তুলতে চান? কীভাবে আবেদন করবেন, জেনে নিন
EPFO: পিএফ অ্যাকাউন্ট ফাঁকা করে ফেলা যায় না। একবারই অগ্রিম টাকা তোলা যায়। সর্বাধিক ১ লক্ষ টাকা তোলা যায় পিএফ অ্য়াকাউন্ট থেকে। আগে টাকা তোলার এই সীমা ছিল ৫০ হাজার টাকা।
নয়া দিল্লি: চাকরিজীবীদের ভবিষ্যতের ফান্ড হল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা EPFO। কর্মজীবন জুড়ে কর্মীদের বেতনের একটা অংশ পিএফ অ্যাকাউন্টে জমা হয়। যে সংস্থায় কাজ করেন, তারাও এই ফান্ডে টাকা জমা দেন। অবসরের পর কর্মীরা ইপিএফও অ্যাকাউন্টে জমানো টাকা সুদ সমেত পান। তবে জরুরি অবস্থায় বা বিশেষ প্রয়োজনে অনেকেই অবসর গ্রহণের আগেই পিএফ অ্য়াকাউন্ট থেকে টাকা তোলেন। আপনারও যদি হঠাৎ টাকার প্রয়োজন হয় এবং ঋণ নিতে না চান, তবে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন। কীভাবে এই টাকা তুলবেন?
ইপিএফও বা পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার প্রক্রিয়া শেখার আগে এটা জানা দরকার যে পিএফ অ্যাকাউন্ট থেকে অগ্রিম টাকা তুলতে হলে, তার একটি ঊর্ধ্বসীমা রয়েছে। পিএফ অ্যাকাউন্ট ফাঁকা করে ফেলা যায় না। একবারই অগ্রিম টাকা তোলা যায়। সর্বাধিক ১ লক্ষ টাকা তোলা যায় পিএফ অ্য়াকাউন্ট থেকে। আগে টাকা তোলার এই সীমা ছিল ৫০ হাজার টাকা।
কীভাবে অগ্রিম ফান্ড তোলার জন্য আবেদন করতে হয়?
- প্রথমেই EPFO পোর্টালে যেতে হবে এবং UAN ও পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করতে হবে।
- লগ ইন করার পর ‘অনলাইন সার্ভিসেস’ অপশনে যেতে হবে। তারপর ‘ক্লেম’ সেকশনে যেতে হবে।
- এর পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করতে হবে। অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হবে, তার ভেরিফিকেশন করতে হবে।
- পরের ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেকের একটি স্ক্যান কপি বা পাসবুকের স্ক্যান কপি আপলোড করতে হবে।
- এর পরে আপনি কী কারণে অগ্রিম টাকা তুলতে চান, তার তথ্য দিতে হবে। অসুস্থতার কারণ থেকে শিক্ষা, নিজের, ছেলে বা মেয়ের বিয়ে কিংবা ভাইয়ের বিয়ের কারণ দেখিয়ে আপনি টাকা তুলতে পারেন।
- শেষ ধাপে আধার ভিত্তিক ওটিপি তৈরি করতে হবে। তারপর সাবমিট বাটনে চাপ দিলেই আবেদন পাঠানো হয়ে যাবে। আবেদনের তিনদিনের মধ্যেই অ্যাকাউন্টে টাকা চলে আসবে।