ভারত নাকি বাংলাদেশে এতবছর ডাকাতি করেছে! জামায়েতে ইসলামি নেতা ছাড়লেন না মোদীকেও
Bangladesh: জামায়েতে ইসলামি নেতা আমির শফিকুর রহমান বলেন, "ওরা আসল বন্ধুর বেশে। তারপর শুরু করে দিল ডাকাতি। এ কেমন বন্ধু? এবার মোদী সাহেব আবার বললেন ১৬ ডিসেম্বর ভারতের বিজয় দিবস। তিনি একটি টুইট করেছিলেন।"
![ভারত নাকি বাংলাদেশে এতবছর ডাকাতি করেছে! জামায়েতে ইসলামি নেতা ছাড়লেন না মোদীকেও ভারত নাকি বাংলাদেশে এতবছর ডাকাতি করেছে! জামায়েতে ইসলামি নেতা ছাড়লেন না মোদীকেও](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/12/Bangladesh-22.jpg?w=1280)
কলকাতা: কখনও কলকাতা দখল, কখনও বা গোটা দেশ দখল! কখনও আবার পারমানবিক হামলার হুমকি দিয়েছেন বাংলাদেশের একাংশ প্রাক্তন সেনা জওয়ান। আর এবার জামায়েতে ইসলামি নেতার বক্তব্য, ভারত বন্ধুবেশে এসে তিপান্ন বছর ডাকাতি করেছে। শুধু তাই নয়, প্রকাশ্যে সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেছেন এই নেতা।
জামায়েতে ইসলামি নেতা আমির শফিকুর রহমান বলেন, “ওরা আসল বন্ধুর বেশে। তারপর শুরু করে দিল ডাকাতি। এ কেমন বন্ধু? এবার মোদী সাহেব আবার বললেন ১৬ ডিসেম্বর ভারতের বিজয় দিবস। তিনি একটি টুইট করেছিলেন। সেখানে বাংলাদেশের জন্য একটি শব্দও উল্লেখ করেননি। তাহলে আপনার স্বাধীনতার চেতনা কোথায়?” এরপর তাঁর প্রশ্ন এ দেশের যে সমস্ত বুদ্ধিজীবীরা রয়েছেন তাঁরা এই কথা বর্জন করলেন না কেন? আমরা তো আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি। আপনারা চুপ কেন? আমরা কি পিন্ডির হাতে মুক্তি পেয়েছিলাম দিল্লির হাতে বন্দি হওয়ার জন্য?যদি এটাই স্বাধীন হয় তাহলে মর্যাদাহীনভাবে স্বাধীন দেশ টিকে থাকবে।”
প্রসঙ্গত, সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারির পর থেকে নতুন করে ফের উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। এর আগে শেখ হাসিনা দেশ ছাড়ার পর একই ভাবে উত্তপ্ত হয়ে ওঠে। তারপর থেকে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের খবর উঠে আসতে শুরু করে সেদেশ থেকে। যার প্রভাব পড়ে এ দেশ তথা এ রাজ্য বাংলায়। দেখা যায়, যেখানে ভারত বারংবার বার্তা দিয়েছে সংখ্যালঘুদের উপর অত্যাচারের সেখানে বাংলাদেশের একাংশ কট্টরপন্থীদের তরফে এ দেশের জন্য বারবার উঠে আসছে হিংসার বার্তা।
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)
![দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা? দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-5-Indian-cricketers-who-scored-most-runs-in-ICC-Champions-Trophy.jpg?w=670&ar=16:9)
![ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/BSNL.jpg?w=670&ar=16:9)
![জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন... জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Premananda-Maharaj-ji-told-how-to-choose-a-good-and-desired-life-partner-for-marriage.jpg?w=670&ar=16:9)