ISKCON: ‘মৃত্যুকে ভয় পাই না’, ইসকনে এসে ‘হুঙ্কার’ চিন্ময় কৃষ্ণের আইনজীবীর
Chinmay Krishna Das: চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কলকাতায় এসেছেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। আজ, বৃহস্পতিবার কলকাতা ইসকনের প্রধান রাধারমণ দাস জেলবন্দি চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষকে ইসকনের মঠে নিয়ে যান।
কলকাতা: এক মাস হতে চলল। এখনও জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। তাঁর হয়ে মামলা লড়ছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। এর আগে আদালতেই হেনস্থার শিকার হতে হয়েছে চিন্ময় কৃষ্ণের আইনজীবীকে। তবুও অনড় তিনি। সাফ জানালেন, মৃত্যুকে ভয় পান না।
চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কলকাতায় এসেছেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। আজ, বৃহস্পতিবার কলকাতা ইসকনের প্রধান রাধারমণ দাস জেলবন্দি চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষকে ইসকনের মঠে নিয়ে যান।
জানা গিয়েছে, চিন্ময় কৃষ্ণের আইনজীবী কলকাতা হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে দেখা করবেন। তাদের সঙ্গে মামলা নিয়ে আলোচনা করবেন। তিনি জানান,সুস্থ থাকলে আগামী ২ জানুয়ারি তিনি চিন্ময় প্রভুর হয়ে আইনী লড়াই লড়বেন।
মামলা গ্রহণের পর থেকেই লাগাতার হুমকি পাচ্ছেন। তবে এতে দমার পাত্র নন তিনি। রবীন্দ্র ঘোষ জানান, তিনি মৃত্যুর ভয় করেন না। অন্যায়ের প্রতিবাদ তিনি করবেনই।