AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বছরে ১৫ হাজার টাকা দেবে EPFO, চাকরিজীবীদের স্বস্তি দিতে নতুন স্কিম চালু সরকারের!

Employees' Provident Fund Organisation: কেন্দ্রীয় মন্ত্রিসভা এই খাতে ৯৯ হাজার ৪৪৬ কোটি টাকার প্রকল্প ইতিমধ্যেই অনুমোদন করে দিয়েছে। কেন্দ্র আশা করছে ১ কোটি ৯২ লক্ষ ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন।

বছরে ১৫ হাজার টাকা দেবে EPFO, চাকরিজীবীদের স্বস্তি দিতে নতুন স্কিম চালু সরকারের!
ফাইল চিত্রImage Credit: Getty Images
| Updated on: Jul 11, 2025 | 4:28 PM
Share

চাকরিজীবীদের জন্য কিছুটা স্বস্তির খবর। তাদের জন্য এবার নতুন এক স্কিম চালু করতে চলেছে EPFO বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। উৎপাদন ও অন্যান্য খাতে কর্মসংস্থান তৈরি করার লক্ষ্যে ২০২৪-২৫ সালের কেন্দ্রীয় বাজেটে এই বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তরুণদের কর্মক্ষমতা বাড়াতে এই ধরনের প্রকল্প চালু করতে চলেছে কেন্দ্র।

কেন্দ্রীয় মন্ত্রিসভা এই খাতে ৯৯ হাজার ৪৪৬ কোটি টাকার প্রকল্প ইতিমধ্যেই অনুমোদন করে দিয়েছে। কেন্দ্র আশা করছে ১ কোটি ৯২ লক্ষ ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। শ্রম মন্ত্রক যদিও বলছে এই প্রকল্প দু বছরে মোট ৩ কোটি ৫০ লক্ষের বেশি কর্মসংস্থান তৈরিতে উৎসাহিত করবে।

এই প্রকল্প শুরু হবে ২০২৫ সালের ১ অগস্ট থেকে। আর এই প্রকল্প শেষ হবে ২০২৭ সালের ৩১ জুলাই। কিন্তু কারা পাবে এই ১৫ হাজার টাকা? কোনও সংস্থায় কর্মরত কর্মীদের যাদের বার্ষিক বেতন ১ লক্ষ টাকার কম, তাদের দুই কিস্তিতে এই ১৫ হাজার টাকা দেওয়া হবে। এ ছাড়াও এই স্কিমের অধীনে ইপিএফওতে রেজিস্টার্ড সংস্থাগুলোকেও নতুন কর্মচারী নিয়োগ করলে ২ বছরের জন্য প্রতি মাসে সর্বোচ্চ ৩ হাজার টাকা করে পাবে। তবে কেন্দ্রীয় সরকার আরও জানিয়েছে উৎপাদন খাতের জন্য এই প্রকল্পের সময়সীমা আরও ২ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।