চড়া গরমে AC চালিয়েও মিলবে না Chilled ঠান্ডা, এবার নতুন নিয়ম আনছে সরকার!
Air Conditioner: শুধুমাত্র বাড়ি, অফিস বা বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়, এমন এসি নয়, আপনার গাড়ির এসির তাপমাত্রাও ২০ ডিগ্রির নীচে নামানো যাবে না বা ২৮ ডিগ্রির উপরে বাড়ানো যাবে না।

বাইরে খুব গরম। বাড়ি থেকে বেরলেই পুড়ে যাবে গা-হাত। এমন সময় আপনি বাড়িতে বা গাড়িতে এসির টেমপারেচার কততে সেট করে রাখেন? যদি তা ১৮ ডিগ্রি বা ১৬ ডিগ্রি হয় তবে আপনার জন্য রয়েছে একটি খারাপ খবর। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী তথা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ঘোষণা করেছেন আগামীতে এসির তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে বা ২৮ ডিগ্রির উপর করা যাবে না।
কিন্তু কী এমন হল যে সরকারকে হঠাৎ করে এসির তাপমাত্রা নিয়ে ভাবতে হচ্ছে? এসির তাপমাত্রা ২০ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রির মধ্যে রাখা হবে, এটা আপাতত একটা পরীক্ষামূলক ভাবনা, জানিয়েছেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী।
এই নিয়ম শুধুমাত্র বাড়ি, অফিস বা বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়, এমন এসির জন্য প্রযোজ্য হবে তা নয়। আপনার গাড়ির এসির তাপমাত্রাও ২০ ডিগ্রির নীচে নামানো যাবে না বা ২৮ ডিগ্রির উপরে বাড়ানো যাবে না। কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক বলছেন, বিশ্ব উষ্ণায়ণ বা জলবায়ুর পরিবর্তনের মতো বিষয়গুলোর উপর রাশ টানতে ছোট ছোট পদক্ষেপ করছে ভারত সরকার। আর আমরা তো জানি বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়।
সরকারের এই পদক্ষেপের ফলে বিদ্যুতের অপচয় কমবে। এ ছাড়াও গ্রীষ্মকালে বিদ্যুতের যে হঠাৎ চাহিদা বাড়ে, তাও কমে যাবে। ফলে, গ্রাহকদের বিদ্যুতের বিল কমবে।
বর্তমানে যে যে এসি পাওয়া যায়, তা সর্বনিম্ন ১৬ ডিগ্রি থেকে সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কাজ করে। যদিও ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (BEE) বলছে এসি সর্বোত্তম কাজ করে যদি তা ২৪ ডিগ্রি সেলসিয়াসে সেট করা থাকে। এ ছাড়াও এসির তাপমাত্রা যদি ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তাহলে তা ব্যবহারকারির আরাম ও বিদ্যুত খরচের মধ্যে একটা ভারসাম্য রাখে।





