Exchange Traded Fund: ETF-এ বিনিয়োগে খরচ কম, কিন্তু রিটার্ন কেমন?

Dec 16, 2024 | 6:17 PM

ETF: কোনও অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হলে সেখানে অনেক খরচ জড়িয়ে থাকে। ইটিএফ যেহেতু একটি প্যাসিভ বিনিয়োগ তাই এর ফান্ড পরিচালনার জন্য বার্ষিক ফি অ্যাক্টিভ কোনও ফান্ডের তুলনায় কম।

Follow Us

ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড কম খরচে বিনিয়োগের একটি অপশন। কিন্তু সেটা কেমন? কোনও ইটিএফের এক্সপেন্স রেসিও বা ফান্ড মেনটেনের ফি সক্রিয় মিউচুয়াল ফান্ডের চেয়ে কম। এর সবচেয়ে বড় কারণ হল, ইটিএফ একটি প্যাসিভ বিনিয়োগ আর মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ অনেকক্ষেত্রে অ্যাক্টিভ বিনিয়োগ হয়ে থাকে।

কোনও অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হলে সেখানে অনেক খরচ জড়িয়ে থাকে। আর এই খরচ কত হবে তা ওই মিউচুয়াল ফান্ডের স্কিমের উপর নির্ভর করে। কিন্তু ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড হল কম এক্সপেন্স রেসিওতে বিনিয়োগের একটি সুযোগ। ইটিএফ যেহেতু একটি প্যাসিভ বিনিয়োগ তাই এর ফান্ড পরিচালনার জন্য বার্ষিক ফি অ্যাক্টিভ কোনও ফান্ডের তুলনায় কম। যেহেতু এই ধরণের ফান্ড একটি বেঞ্চমার্ক সূচককে ট্র্যাক করে ফলে এই ধরণের ফান্ড পরিচালনায় ফান্ড ম্যানেজাররা বিশেষ কোনও ভূমিকা পালন করেন না। আর প্যাসিভ বিনিয়োগ হওয়ায় এই ধরণের ফান্ড পরিচালনার জন্য বাৎসরিক খরচ যে কোনও অ্যাক্টিভ ফান্ডের তুলনায় কম।

অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া (AMFI)-এর ওয়েবসাইট অনুসারে, একটি ইটিএফ ম্যানেজ করার জন্য বার্ষিক ফি ০.২ শতাংশের চেয়েও কম হতে পারে। অন্যদিকে, অনেক অ্যাক্টিভ ফান্ডের এই পরিচালনার খরচ ১ শতাংশের চেয়ে বেশি হয়। মানে, আপনি যদি কোনও ইটিএফে ১০০০ টাকা বিনিয়োগ করেন তবে আপনাকে ২ টাকা ফি দিতে হবে। কিন্তু আপনি যদি সেই একই পরিমাণ অর্থ কোনও অ্যাক্টিভ ফান্ডে বিনিয়োগ করেন ও তার এক্সপেন্স রেসিও ১ শতাংশ হলে তাতে ১০ টাকা ফি দিতে হবে বিনিয়োগকারীদের। ফলে ইটিএফে বিনিয়োগ করলে কম খরচে বিনিয়োগে অনেক বেশি সুবিধা পাবেন বিনিয়োগকারীরা।

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগের আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ুন।

ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড কম খরচে বিনিয়োগের একটি অপশন। কিন্তু সেটা কেমন? কোনও ইটিএফের এক্সপেন্স রেসিও বা ফান্ড মেনটেনের ফি সক্রিয় মিউচুয়াল ফান্ডের চেয়ে কম। এর সবচেয়ে বড় কারণ হল, ইটিএফ একটি প্যাসিভ বিনিয়োগ আর মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ অনেকক্ষেত্রে অ্যাক্টিভ বিনিয়োগ হয়ে থাকে।

কোনও অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হলে সেখানে অনেক খরচ জড়িয়ে থাকে। আর এই খরচ কত হবে তা ওই মিউচুয়াল ফান্ডের স্কিমের উপর নির্ভর করে। কিন্তু ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড হল কম এক্সপেন্স রেসিওতে বিনিয়োগের একটি সুযোগ। ইটিএফ যেহেতু একটি প্যাসিভ বিনিয়োগ তাই এর ফান্ড পরিচালনার জন্য বার্ষিক ফি অ্যাক্টিভ কোনও ফান্ডের তুলনায় কম। যেহেতু এই ধরণের ফান্ড একটি বেঞ্চমার্ক সূচককে ট্র্যাক করে ফলে এই ধরণের ফান্ড পরিচালনায় ফান্ড ম্যানেজাররা বিশেষ কোনও ভূমিকা পালন করেন না। আর প্যাসিভ বিনিয়োগ হওয়ায় এই ধরণের ফান্ড পরিচালনার জন্য বাৎসরিক খরচ যে কোনও অ্যাক্টিভ ফান্ডের তুলনায় কম।

অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া (AMFI)-এর ওয়েবসাইট অনুসারে, একটি ইটিএফ ম্যানেজ করার জন্য বার্ষিক ফি ০.২ শতাংশের চেয়েও কম হতে পারে। অন্যদিকে, অনেক অ্যাক্টিভ ফান্ডের এই পরিচালনার খরচ ১ শতাংশের চেয়ে বেশি হয়। মানে, আপনি যদি কোনও ইটিএফে ১০০০ টাকা বিনিয়োগ করেন তবে আপনাকে ২ টাকা ফি দিতে হবে। কিন্তু আপনি যদি সেই একই পরিমাণ অর্থ কোনও অ্যাক্টিভ ফান্ডে বিনিয়োগ করেন ও তার এক্সপেন্স রেসিও ১ শতাংশ হলে তাতে ১০ টাকা ফি দিতে হবে বিনিয়োগকারীদের। ফলে ইটিএফে বিনিয়োগ করলে কম খরচে বিনিয়োগে অনেক বেশি সুবিধা পাবেন বিনিয়োগকারীরা।

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগের আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ুন।

Next Article