স্মার্ট বিটা ইটিএফ ইটিএফ আসলে এক ধরণের বিনিয়োগের কৌশল যেখানে ফান্ড ম্যানেজাররা বিশেষ কিছু বিষয়ের উপর নির্ভর করে সেই ইটিএফের জন্য স্টক নির্বাচন করেন। বিনিয়োগকারীদের তাদের বিভিন্ন স্কিমে আকৃষ্ট করার জন্য, মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলি তাদের স্কিমগুলিতে নানারকম নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করছে। আর এই ধরণের স্কিমের মধ্যে বিনিয়োগের জন্য নতুন নতুন স্ট্র্যাটেজি তৈরি করা হচ্ছে। স্মার্ট বিটা ইটিএফ এই ধরণের একটি বিশেষ স্ট্র্যাটেজি।
কোনও ইটিএফের ক্ষেত্রে সেই ফান্ডটি কোনও বেঞ্চমার্ক সূচককে ট্র্যাক করে। কিন্তু স্মার্ট বিটা ইটিএফের ক্ষেত্রে ফান্ড ম্যানেজার বিশেষ কিছু নীতি বা স্ট্র্যাটেজির উপর নির্ভর করে সূচকের মধ্যে থাকা কিছু স্টককে নির্বাচন করে। এই ধরণের ইটিএফ ইটিএফের দাম, লো ভোল্যাটিলিটি, কোয়ালিটি, আলফা বা ফান্ডামেন্টালের মতো বিষয়গুলোর উপর নির্ভর করে শেয়ার বাছাই করে। ধরা যাক, নিফটি ফিফটি সূচকে ৫০টি শেয়ার থাকে। ফান্ড ম্যানেজার সেখান থেকে বেশ কিছু ফ্যাক্টরের ভিত্তিতে এই শেয়ারগুলোর মধ্যে ১০ টি শেয়ার বাছাই করে সেখানে বিনিয়োগ করেন। যদি আলফার ভিত্তিতে এই শেয়ার নির্বাচন করা হয় তবে একে আলফা ইটিএফও বলা হয়। যদি স্টকের কোয়ালিটির উপর নির্ভর করে বিনিয়োগ করা হয়, তবে তাকে কোয়ালিটি ইটিএফ বলে।
যে কোনও স্মার্ট বিটা ইটিএফ সাধারণ ইটিএফের তুলনায় বেশি রিটার্ন দিতে পারে। এর পিছনে বড় কারণ হল স্মার্ট বিটা ইটিএফ সাধারণ সূচকের মতো বেঞ্চমার্কে অন্তর্ভুক্ত সমস্ত স্টকগুলিতে বিনিয়োগ করে না। তারা আলফা বা মোমেন্টামের মতো ফিল্টার লাগিয়ে তারপর বিনিয়োগ করে।
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগের আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ুন।
স্মার্ট বিটা ইটিএফ ইটিএফ আসলে এক ধরণের বিনিয়োগের কৌশল যেখানে ফান্ড ম্যানেজাররা বিশেষ কিছু বিষয়ের উপর নির্ভর করে সেই ইটিএফের জন্য স্টক নির্বাচন করেন। বিনিয়োগকারীদের তাদের বিভিন্ন স্কিমে আকৃষ্ট করার জন্য, মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলি তাদের স্কিমগুলিতে নানারকম নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করছে। আর এই ধরণের স্কিমের মধ্যে বিনিয়োগের জন্য নতুন নতুন স্ট্র্যাটেজি তৈরি করা হচ্ছে। স্মার্ট বিটা ইটিএফ এই ধরণের একটি বিশেষ স্ট্র্যাটেজি।
কোনও ইটিএফের ক্ষেত্রে সেই ফান্ডটি কোনও বেঞ্চমার্ক সূচককে ট্র্যাক করে। কিন্তু স্মার্ট বিটা ইটিএফের ক্ষেত্রে ফান্ড ম্যানেজার বিশেষ কিছু নীতি বা স্ট্র্যাটেজির উপর নির্ভর করে সূচকের মধ্যে থাকা কিছু স্টককে নির্বাচন করে। এই ধরণের ইটিএফ ইটিএফের দাম, লো ভোল্যাটিলিটি, কোয়ালিটি, আলফা বা ফান্ডামেন্টালের মতো বিষয়গুলোর উপর নির্ভর করে শেয়ার বাছাই করে। ধরা যাক, নিফটি ফিফটি সূচকে ৫০টি শেয়ার থাকে। ফান্ড ম্যানেজার সেখান থেকে বেশ কিছু ফ্যাক্টরের ভিত্তিতে এই শেয়ারগুলোর মধ্যে ১০ টি শেয়ার বাছাই করে সেখানে বিনিয়োগ করেন। যদি আলফার ভিত্তিতে এই শেয়ার নির্বাচন করা হয় তবে একে আলফা ইটিএফও বলা হয়। যদি স্টকের কোয়ালিটির উপর নির্ভর করে বিনিয়োগ করা হয়, তবে তাকে কোয়ালিটি ইটিএফ বলে।
যে কোনও স্মার্ট বিটা ইটিএফ সাধারণ ইটিএফের তুলনায় বেশি রিটার্ন দিতে পারে। এর পিছনে বড় কারণ হল স্মার্ট বিটা ইটিএফ সাধারণ সূচকের মতো বেঞ্চমার্কে অন্তর্ভুক্ত সমস্ত স্টকগুলিতে বিনিয়োগ করে না। তারা আলফা বা মোমেন্টামের মতো ফিল্টার লাগিয়ে তারপর বিনিয়োগ করে।
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগের আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ুন।