SBI: প্য়ান কার্ড আপডেট করা না থাকলে বন্ধ হয়ে যাবে YONO অ্যাকাউন্ট? কী বলছে SBI জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Dec 20, 2022 | 2:30 AM

SBI: অনেকের কাছে মেসেজ গিয়েছে, প্যান কার্ড আপডেট করা না থাকলে বন্ধ হয়ে যাবে YONO অ্যাকাউন্ট। এই বার্তা ভুয়ো বলে জানিয়েছে পিআইবি।

1 / 5
ফাইল ছবি

ফাইল ছবি

2 / 5
এরপর ক্যাপচা কোড দিন। সাবমিট এ ক্লিক করুন। রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটি দিয়ে কনফার্ম বোতামে ক্লিক করুন। এরপরই আপনি রেজিস্টার্ড মোবাইল নম্বরে Username পেয়ে যাবে

এরপর ক্যাপচা কোড দিন। সাবমিট এ ক্লিক করুন। রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটি দিয়ে কনফার্ম বোতামে ক্লিক করুন। এরপরই আপনি রেজিস্টার্ড মোবাইল নম্বরে Username পেয়ে যাবে

3 / 5
তবে পিআইবি ফ্যাক্ট চেক টুইট করে এই মেসেজ সম্পর্কে সতর্ক করেছে। এবং জানিয়েছে এই বার্তা ভুয়ো। এর জবাবে নেটিজ়েনরা টুইট করে জানিয়েছেন, 'যদি এটা ভুয়ো হয়ে থাকে তাহলে এই নম্বরের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করুন।'

তবে পিআইবি ফ্যাক্ট চেক টুইট করে এই মেসেজ সম্পর্কে সতর্ক করেছে। এবং জানিয়েছে এই বার্তা ভুয়ো। এর জবাবে নেটিজ়েনরা টুইট করে জানিয়েছেন, 'যদি এটা ভুয়ো হয়ে থাকে তাহলে এই নম্বরের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করুন।'

4 / 5
পাসওয়ার্ড হিসেবে নিজের নাম, পরিবারের কোনও সদস্যের নাম, গাড়ির নম্বর কখনোই পাসওয়ার্ড হিসেবে রাখবেন না। কারণ এই পাসওয়ার্ডগুলি খুব সহজেই অনুমান করা যায়।

পাসওয়ার্ড হিসেবে নিজের নাম, পরিবারের কোনও সদস্যের নাম, গাড়ির নম্বর কখনোই পাসওয়ার্ড হিসেবে রাখবেন না। কারণ এই পাসওয়ার্ডগুলি খুব সহজেই অনুমান করা যায়।

5 / 5
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

Next Photo Gallery