ফ্রি-তে ট্রেনে চেপে কুম্ভ স্নান! ভাইরাল পোস্ট নিয়ে কী বলছে রেল?

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 21, 2024 | 4:09 PM

Indian Railways: কুম্ভমেলা উপলক্ষে শতাধিক বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে রেলওয়ে। একইসঙ্গে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে, কুম্ভ স্নান করতে আসা পুণ্যার্থীদের বিনামূল্যে ট্রেনে সফর করার সুযোগ দেওয়া হবে।

ফ্রি-তে ট্রেনে চেপে কুম্ভ স্নান! ভাইরাল পোস্ট নিয়ে কী বলছে রেল?
ফাইল চিত্র।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: ২০২৫ সালের শুরুতেই মহাযোগ। বসতে চলছে মহা কুম্ভ মেলা। ১২ বছর অন্তর উত্তর প্রদেশের প্রয়াগরাজ, যেখানে গঙ্গা, যমুনা ও সরস্বতী এসে মিলিত হয়েছে, তা পূণ্য তীর্থে পরিণত হয়। দেশ-বিদেশ থেকে কোটি কোটি মানুষের সমাগম হয় কুম্ভমেলায়। এই বিপুল ভিড় সামাল দিতে সরকার নানা ব্যবস্থা করে। ভারতীয় রেলের তরফে কুম্ভ মেলা উপলক্ষে একাধিক বিশেষ ট্রেন চালানো হয়। সম্প্রতিই একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে, কুম্ভমেলা উপলক্ষে যাত্রীদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ করে দেওয়া হবে। এই তথ্য কি সত্যি? জবাব দিল ভারতীয় রেলই।

কুম্ভমেলা উপলক্ষে শতাধিক বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে রেলওয়ে। একইসঙ্গে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে, কুম্ভ স্নান করতে আসা পুণ্যার্থীদের বিনামূল্যে ট্রেনে সফর করার সুযোগ দেওয়া হবে। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা। মহা কুম্ভ মেলা চলাকালীন বিনামূল্যে ভ্রমণের এমন কোনও সুবিধা দেওয়া হবে না।

রেলের বিবৃতিতে জানানো হয়েছে, বিনা টিকিটে ভ্রমণ দণ্ডনীয় অপরাধ। কুম্ভ মেলা বা কোনও অনুষ্ঠানের ক্ষেত্রেই এমন সুবিধা দেওয়া হয় না। যদি কেউ বিনা টিকিটে ধরা পড়েন, তবে জরিমানা ও শাস্তি পেতে হবে।

কুম্ভ মেলার জন্য শতাধিক বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন স্টেশনে আলাদা টিকিট কাউন্টারের ব্যবস্থাও করা হয়েছে।