মহারাষ্ট্র: মাস গড়িয়েছে, টমেটোর দাম কমেনি এখনও। কোথাও ১৫০, কোথাও ২৫০ টাকা কেজি দরে বিকোচ্ছে এই সবজি। টমেটো বিক্রি করে লাখপতি হচ্ছেন কেউ আবার মহার্ঘ টমেটো চুরি যাওয়ার ঘটনাও ঘটছে দেশের বিভিন্ন রাজ্যে। এমন পরিস্থিতিতে মহার্ঘ টমেটো রক্ষা করতে হাজার হাজার টাকা খরচ করে সিসিটিভি বসালেন এক কৃষক। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের ঘটনা।
শরদ রাউতে নামে ওই কৃষক সিসিটিভি বসাতে ২২ হাজার টাকা খরচ করেছেন। তিনি জানিয়েছেন, এভাবে নজরদারি চালানো ছাড়া তাঁর কাছে আর কোনও উপায় ছিল না। তাঁর কাছে একটা টমেটোর মূল্যও অনেক। ঔরঙ্গাবাদ থেকে ২০ কিলোমিটার দূরে শাহপুর বাজারে রয়েছে তাঁর ফার্ম। সেখানেই সম্প্রতি চোরের আনাগোনা চোখে পড়েছিল তাঁর। তাই আর কোনও ঝুঁকি নিতে রাজি নন তিনি।
ওই কৃষক জানিয়েছেন, অনেক বেশি টাকায় বিক্রি হয়েছে ২২ থেকে ২৫ কেজি টমেটো। দেড় একর জায়গা জুড়ে টমেটো ফলিয়েছেন তিনি। তাঁর পক্ষে এই মুহূর্তে ৬-৭ লক্ষ টাকা আয় করা কোনও ব্যাপারই নয়। তাই ২২ হাজার টাকা খরচ করতে দ্বিধাবোধ করেননি তিনি। এবার সিসিটিভি লাগানোর পর যে কোনও জায়গা থেকে নজরদারি চালাতে পারবেন তিনি। ক্যামেরাগুলি সৌরশক্তিতে চলবে, ফলে বিদ্যুৎ খরচ নিয়েও কোনও চিন্তা নেই। উল্লেখ্য, গত সপ্তাহেই জয়পুরগামী একটি ট্রাক হারিয়ে যায়, যা টমেটো বোঝাই ছিল।