কলকাতা: কেওয়াইসি (KYC) তথ্য না দিলে, নিষ্ক্রিয় হয়ে যাবে ফাস্টট্যাগ (FASTags)। সাফ জানিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া (NHAI)। এর জন্য সময়সীমা ৩১ জানুয়ারি। ‘এক যান, এক ফাস্টট্যাগ’ উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ করা হচ্ছে। যাতে একটিই ফাস্টট্যাগ ব্যবহার করে কেউ একাধিক গাড়ি না চালাতে পারে, তা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া বলেছে, “শুধুমাত্র সর্বশেষ ফাস্টট্যাগ অ্যাকাউন্টগুলি সক্রিয় থাকবে। পূর্ববর্তী ট্যাগগুলি ২০২৪-এর ৩১ জানুয়ারির পর নিষ্ক্রিয় বা ব্ল্যাকলিস্ট করা হবে।”
সংস্থাটি জানিয়েছে, অনেক ক্ষেত্রে একটি নির্দিষ্ট গাড়ির জন্য একাধিক ফাস্টট্যাগ দেওয়া হয়েছে। আরবিআই-এর আদেশ লঙ্ঘন করে কেওয়াইসি ছাড়াই ফাস্টট্যাগ ইস্যু করা হয়েছে। আবার কখনও কখনও ট্যাগগুলি ইচ্ছাকৃতভাবে গাড়ির উইন্ডস্ক্রিনে লাগানো হয় না। এর ফলে টোল প্লাজাগুলিতে অপ্রয়োজনীয় দেরি হয়। এই সকল অসুবিধা দূর করতেই এই উদ্যোগ। টোল প্লাজাগুলিতে যাতে অপেক্ষা না করতে হয়, তার জন্যই এই প্রি-পেইড ট্যাগ সুবিধা চালু করেছিল সরকার। রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা আরএফআইডি (RFID) প্রযুক্তি ব্যবহার করে এই ট্যাগ তৈরি করা হয়েছে। ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে সারা দেশে ফাস্টট্যাগ লাগানো বাধ্যতামূলক করেছিল সরকার। এই ট্যাগ না থাকলে, টোল প্লাজাতে দ্বিগুণ টোল দিতে হয়।
কীভাবে কিনবেন ফাস্টট্যাগ?
এই স্টিকারের ধরণের আরএফআইডি নথিটি বিভিন্ন ব্যাঙ্ক, জাতীয় মহাসড়ক ফি প্লাজা, আঞ্চলিক পরিবহন অফিস, সাধারণ পরিষেবা কেন্দ্র, পরিবহন হাব, এবং পেট্রোল পাম্পের মতো সারা দেশের ২৮,০০০-এরও বেশি কেন্দ্র থেকে বিক্রি করা হয়। অনলাইনেও কেন যায়। দুই ক্ষেত্রেই ফাস্টট্যাগ কেনার জন্য কেওয়াইসি নথি দিতে হয়।
কী কী কেওয়াইসি নথি প্রয়োজন?
এর মধ্যে রয়েছে একটি গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, গাড়ির মালিকের পরিচয় ও ঠিকানার প্রমাণ এবং একটি পাসপোর্ট সাইজের ছবি। সমস্ত আসল নথি এবং সেইসঙ্গে কেওয়াইসি নথিগুলির অনুলিপি লাগে।
কিভাবে ফাস্টট্যাগ স্ট্যাটাস চেক করবেন?
– এর জন্য fastag.ihmcl.com-এ যেতে হবে।
– লগইন করতে, নিবন্ধিত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডের মতো বিবরণ প্রয়োজন। ওটিপির মাধ্যমে লগইন অনুমোদন করা হয়।
– লগ ইন করার পরে, ড্যাশবোর্ড থেকে ‘মাই প্রোফাইল’ বিভাগে যেতে হবে।
– এখানেই ব্যবহারকারীর কেওয়াইসি স্ট্যাটাস এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে জমা দেওয়া প্রোফাইলের বিবরণ দেখা যাবে।
কেওয়াইসি না দেওয়া থাকলে কী করবেন?
– প্রোফাইল বিভাগে, কেওয়াইসি নামে একটি উপ-বিভাগ থেকে ব্যবহারকারীরা কেওয়াইসি আপডেট করতে পারেন।
– এর জন্য ব্যবহারকারীদের প্রয়োজনীয় পরিচয় এবং ঠিকানার প্রামাণ্য নথি জমা দিতে হবে। একটি পাসপোর্ট আকারের ছবিও লাগবে।
– সব তথ্য যাচাই করে ক্লিক করতে হবে ‘সাবমিটে’।
– এরপর ‘প্রসিডে’ ক্লিক করলেই কেওয়াইসি যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে।