Vande Bharat Sleeper Train: রাজধানীর থেকেও ছুটবে জোরে, বন্দে ভারত স্লিপার ট্রেন কবে আসছে?

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 04, 2024 | 7:12 AM

Indian Railways: বন্দে ভারতের স্লিপার কোচের প্রোটোটাইপ ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। আগামী মার্চ মাসের মধ্যে বন্দে ভারতের স্লিপার কোচ তৈরি হয়ে যাবে। এরপরে এপ্রিল মাসে টেস্ট রান হবে বন্দে ভারতের এই নতুন ট্রেনের। আধুনিক ইন্টেরিওর ডিজাইনেই এই ট্রেন বানানো হচ্ছে। ১৬টি কোচ থাকবে ট্রেনে। এরমধ্যে ৩ টায়ার, ২ টায়ার ও ১এসি কোচ থাকবে।

Vande Bharat Sleeper Train: রাজধানীর থেকেও ছুটবে জোরে, বন্দে ভারত স্লিপার ট্রেন কবে আসছে?
বন্দে ভারত এক্সপ্রেস (ফাইল ছবি)
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: শুধু দ্রুতগতি বা আরামদায়ক আসন নয়, বন্দে ভারত (Vande Bharat) নিয়ে বড় পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। বন্দে ভারত এক্সপ্রেসের বিপুল সাফল্যের পর এবার বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande bharat Sleeper Train) আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেমন হবে সেই ট্রেন, কেমনই বা তার পরিষেবা হবে? সেই সব গোপন খবর দিলেন এক সরকারি আধিকারিক। জানালেন, বর্তমানে দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেন মনে করা হয় রাজধানী এক্সপ্রেসকে। তার থেকেও দ্রুতগতিতে চলবে বন্দে ভারত স্লিপার ট্রেন।   

কবে চালু হবে বন্দে ভারত স্লিপার ট্রেন?

নাম প্রকাশে অনিচ্ছুক ওই  সরকারি আধিকারিক জানান, বন্দে ভারতের স্লিপার কোচের প্রোটোটাইপ ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। আগামী মার্চ মাসের মধ্যে বন্দে ভারতের স্লিপার কোচ তৈরি হয়ে যাবে। এরপরে এপ্রিল মাসে টেস্ট রান হবে বন্দে ভারতের এই নতুন ট্রেনের। আগামী ২০২৫ সালের শেষভাগের মধ্যে দেশে পুরোদমে চালু হয়ে যাবে বন্দে ভারত স্লিপার ট্রেন। একাধিক রুটে এই ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেল মন্ত্রকের।

জানা গিয়েছে, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন।

কত সময় সাশ্রয় হবে?

রেলওয়ে সূত্র জানা গিয়েছে, রাজধানী বা অন্যান্য প্রিমিয়াম ট্রেনের থেকে দ্রুতগতির হওয়ায়, কমপক্ষে দুই ঘণ্টা সাশ্রয় হবে বন্দে ভারত স্লিপার ট্রেনে। মূলত রাতের সময়েই এই ট্রেন চালানো হবে। সারা রাত ট্রেনে আরামদায়ক সফরের অভিজ্ঞতা পাবেন যাত্রীরা। পাশাপাশি বন্দে ভারতের সমস্ত সুবিধা-পরিষেবা তো থাকবেই।

কোন রুটে চলবে এই ট্রেন?

প্রাথমিকভাবে রেলের পরিকল্পনা, ট্রাঙ্ক রুটেই প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালানো হবে। অর্থাৎ দিল্লি থেকে মুম্বই বা দিল্লি থেকে হাওড়া- এই দুটি রুটের মধ্যে কোনও একটিতে প্রথম বন্দে ভারতের স্লিপার ট্রেন চালানো হবে। 

সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও জানিয়েছিলেন, ট্রেনে সফরের অভিজ্ঞতা বদলে দেবে বন্দে ভারত স্লিপার, অমৃত ভারত ও নমো ভারত ট্রেন। ভবিষ্যতে বিদেশেও রফতানি করা হতে পারে ‘মেড ইন ইন্ডিয়া’ ট্রেন।

কেমন ডিজাইন হবে বন্দে ভারত স্লিপার ট্রেনের?

রেলের তরফে জানা গিয়েছে, আধুনিক ইন্টেরিওর ডিজাইনেই এই ট্রেন বানানো হচ্ছে। ১৬টি কোচ থাকবে ট্রেনে। এরমধ্যে ৩ টায়ার, ২ টায়ার ও ১এসি কোচ থাকবে। আসন থেকে শুরু করে বাতাস চলাচলের জন্য এয়ার ডাক্ট, কেবল ডাক্ট ও শৌচালয় বাকি ট্রেনের থেকে আলাদা ডিজাইনে তৈরি করা হচ্ছে।

Next Article