TESLA: রাস্তায় চলার ক্ষেত্রে ভয়ঙ্কর বিপজ্জনক! TESLA-কে ফেরাতে হল ২২ লাখ গাড়ি

Soumya Saha |

Feb 04, 2024 | 9:00 AM

TESLA Electric Cars: টেসলার এই বৈদ্যুতিন গাড়িগুলি রাস্তায় চলার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে বলে মনে করছে আমেরিকার ন্যাশনাল হাইওয়ে ট্র্যাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন। সম্প্রতি এই নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে জাতীয় সড়ক যান চলাচল নিরাপত্তা সংস্থা। বলা হয়েছে, ওই গাড়িগুলির ওয়ার্নিং লাইটের হরফ খুব ছোট। ফলে রাস্তাঘাটে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যাচ্ছে।

TESLA: রাস্তায় চলার ক্ষেত্রে ভয়ঙ্কর বিপজ্জনক! TESLA-কে ফেরাতে হল ২২ লাখ গাড়ি
টেসলার গাড়ি (প্রতীকী ছবি)
Image Credit source: Twitter

Follow Us

সমস্যা যেন পিছু ছাড়ছে না টেসলার। মার্কিন মুলুকের রাস্তা থেকে প্রায় বেশিরভাগ বৈদ্যুতিন গাড়ি এবার ফিরিয়ে নিতে হচ্ছে টেসলাকে। সংখ্যার হিসেবে প্রায় ২২ লাখ গাড়ি। টেসলার এই বৈদ্যুতিন গাড়িগুলি রাস্তায় চলার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে বলে মনে করছে আমেরিকার ন্যাশনাল হাইওয়ে ট্র্যাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন। সম্প্রতি এই নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে জাতীয় সড়ক যান চলাচল নিরাপত্তা সংস্থা। বলা হয়েছে, ওই গাড়িগুলির ওয়ার্নিং লাইটের হরফ খুব ছোট। ফলে রাস্তাঘাটে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যাচ্ছে।

টেসলার বিশ্বজুড়ে খ্যাতি এদের স্বয়ংক্রিয় গাড়ির জন্য। টেসলার এই ধরনের স্বয়ংক্রিয় গাড়ি নিজে থেকেই স্টিয়ারিং ঘোরাতে পারে, গাড়ির গতি বাড়াতে পারে, ব্রেক কষতে পারে। কোনও চালকের প্রয়োজন ছাড়াই। আর এর জন্যই দীর্ঘদিন ধরে আমেরিকার ন্যাশনাল হাইওয়ে ট্র্যাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের স্ক্যানারে রয়েছে টেসলা। এর আগেও অনেকগুলি গাড়িকে ফিরিয়ে নিতে হয়েছিল যন্ত্রাংশ আরও উন্নত করার জন্য। দু’মাস আগে প্রায় ২০ লাখের কাছাকাছি গাড়িকে অটোপাইলট প্রক্রিয়ায় নতুন কিছু প্রযুক্তি ইনস্টল করতে হয়েছিল সেই সময়।

আর এবার প্রায় ২২ লাখ গাড়িকে ফিরিয়ে নিতে হচ্ছে টেসলাকে। এমন অবস্থায় এবার তাই টেসলাকে ওই সমস্ত গাড়িগুলিকে ফিরিয়ে নিতে হচ্ছে। কোন কোন মডেলগুলিকে ফেরাতে হচ্ছে টেসলাকে? তালিকায় রয়েছে মডেল এস, মডেল এক্স, ২০১৭-২০২৩ পর্যন্ত মডেল ৩, মডেল ওয়াই এবং ২০২৪ সালের সাইবারট্রাক। ন্যাশনাল হাইওয়ে ট্র্যাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তরফে স্পষ্ট বলা হয়েছে, ‘গাড়িগুলিতে ওয়ার্নিং লাইট ছোট হরফের হওয়ার জন্য বিপদকালে তা পড়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। যার ফলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়।’

টেসলা অবশ্য ইতিমধ্যেই এই সমস্যা দূর করতে পদক্ষেপও করে নিয়েছে। একটি ওভার-দ্য-এয়ার সফ্টওয়্যার আপডেট করিয়ে দেওয়া হচ্ছে গাড়িগুলিতে এই সমস্যা দূর করার জন্য। সম্পূর্ণ বিনামূল্যে এই সফ্টওয়্যার আপডেট করাচ্ছে টেসলা। এর ফলে গাড়িগুলির ব্রেক, পার্কিং, অ্যান্টি লক ব্রেক সিস্টেম, ওয়ার্নিং ইন্ডিকেটরের হরফ আরও বড় করে দেওয়া হবে। সাইবারট্রাকগুলির সফ্টওয়্য়ার আপডেটের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

Next Article