নয়া দিল্লি: পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের (Paytm Payment Bank) উপরে আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)। লক্ষ লক্ষ গ্রাহকের মাথায় হাত পড়েছে। আদৌ ২৯ ফেব্রুয়ারির পর পেটিএমে লেনদেন করা যাবে কি না, পেটিএম ওয়ালেটে জমা থাকা টাকার কী হবে-এই ধরনের হাজার হাজার প্রশ্ন ঘুরছে পেটিএম ব্যবহারকারীদের মাথায়। তবে সবথেকে বড় প্রশ্ন হল, কেন পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের আর্থিক লেনদেনের উপরে নিষেধাজ্ঞা জারি করল আরবিআই (RBI)? কী এমন অপরাধ করেছিল এই ডিজিটাল পেমেন্ট ব্যাঙ্ক? সূত্রের খবর, কেওয়াইসি-র তথ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে। শতাধিক অ্যাকাউন্টের কোনও সঠিক পরিচিতিই নেই। গ্রাহকের নাম, তথ্য-সবই অজানা। বিনা কেওয়াইসির এই অ্যাকাউন্টগুলি থেকে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে।
জানা গিয়েছে, আর্থিক লেনদেনের জন্য বাধ্যতামূলক কেওয়াইসি। কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক সেই নিয়ম মানেনি। পেটিএমে একাধিক অ্যাকাউন্ট রয়েছে, যার কেওয়াইসি তথ্য় নেই। নাম-ধামহীন এই অ্যাকাউন্টগুলি থেকে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের সন্দেহ, বিপুল পরিমাণ আর্থিক তছরুপ হয়েছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে। সেই কারণেই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের আর্থিক লেনদেনের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে আরবিআই।
সূত্রের খবর, এক হাজারেরও বেশি অ্যাকাউন্টের সঙ্গে একটিই পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্য়ান লিঙ্ক করা ছিল। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ও অডিটররা যখন ভেরিফিকেশন করে, তখন ব্যাপক বেনিয়মের খোঁজ পাওয়া যায়। এরপরই রিজার্ভ ব্য়াঙ্ক পেটিএমের উপরে আর্থিক নিষেধাজ্ঞা জারি করে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেও খবর দেওয়া হয়েছে। জানা গিয়েছে, অর্থ মন্ত্রক ও প্রধানমন্ত্রীর দফতরকেও এই সম্ভাব্য় আর্থিক তছরুপের বিষয়ে জানানো হয়েছে।
রাজস্ব দফতরের সচিব সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের মাধ্য়মে আর্থিক দুর্নীতি ও বেআইনি কার্যকলাপ হয়েছে কি না, তা খতিয়ে দেখবে ইডি।