কলকাতা: বিদায় নিচ্ছে শীত, সকালে বইছে মিঠে হাওয়া। দেখতে দেখতেই কেটে গিয়েছে নতুন বছরের একটা মাস। শুরু হয়েছে প্রেমের মাস, ফেব্রুয়ারি। আর প্রেমে প্রিয়জনকে খুশি করার জন্য় উপহার তো সকলেই দেন। সামনেই ভ্যালেন্টাইন্স ডে-তে যদি মনের মানুষকে ভাল উপহার দিতে চান, তবে সোনা বা রুপোর গহনা দিতেই পারেন। আর আজ তো সোনা কেনার সুবর্ণ সুযোগ, কারণ রবিবারে একধাক্কায় অনেকটা সস্তা হল সোনা (Gold Price)। দাম কমেছে রুপোরও (Silver Price)। তাহলে আর দেরি কীসের, রবিবারের মাংস-ভাত ছেড়ে আগে সোনার দোকানে যান। তবে তার আগে জেনে নিন সোনা-রুপোর দর-
আজ, ৪ ফেব্রুয়ারি ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮ হাজার ১০০ টাকা। গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৮ হাজার ৩০০ টাকা। অর্থাৎ একদিনে ২০০ টাকা দাম কমেছে।
২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৮১ হাজার টাকা। গতকালের তুলনায় ২ হাজার টাকা কমেছে সোনার দাম।
২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেট সোনারও দাম কমেছে। আজ ১০ গ্রাম ২৪ ক্যারেটের সোনার দাম রয়েছে ৬৩ হাজার ৩৮০ টাকা। একদিনে দাম কমেছে ২২০ টাকা।
২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৩৩ হাজার ৮০০ টাকা। গতকালের তুলনায় ২২০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের সোনাও সস্তা হয়েছে আজ। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৪৭ হাজার ৫৪০ টাকা। একদিনে ১৬০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৪ লক্ষ ৭৫ হাজার ৪০০ টাকা। একদিনে ১৬০০ টাকা দাম কমেছে।
সোনার মতোই কমেছে রুপোরও দাম। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৭৫৫০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে। ১ কেজি রুপোর দাম রয়েছে ৭৫ হাজার ৫০০ টাকা।