NBFC FD Interest Rate : মন্দার বাজারে বেশি সুদের হার চান? ৮% পর্যন্ত সুদ মিলবে এই ফিক্স ডিপোজ়িটে, জানুন বিস্তারিত

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jul 07, 2022 | 5:23 PM

NBFC FD Interest Rate : ফিক্স ডিপোজ়িটে ৮ শতাংশ অবধি সুদের হার দিচ্ছে নন-ব্যাঙ্কিং কর্পোরেট ফিন্যান্স কোম্পানিগুলি। ৬০ মাস মেয়াদের ফিক্স ডিপোজ়িটে সাধারণ নাগরিকরা ৭.৯ শতাংশ হারে সুদ পাবেন।

NBFC FD Interest Rate : মন্দার বাজারে বেশি সুদের হার চান? ৮% পর্যন্ত সুদ মিলবে এই ফিক্স ডিপোজ়িটে, জানুন বিস্তারিত
প্রতীকী ছবি

Follow Us

দেশের অর্থনীতি এখনও কোভিড জ্বরের রেশ থেকে সেরে ওঠেনি। দেশে মুদ্রাস্ফীতির হার ৭ শতাংশ ছুঁয়েছে। এদিকে শেয়ার বাজারের হাল হকিকতও অস্থির। তবে এরই মাঝে ভারতের কয়েক কোটি মধ্যবিত্ত নিরাপদ এবং উচ্চ হারের সঞ্চয়ের পথের সন্ধানে রয়েছেন। শেয়ার বাজারের নিম্নমুখী গ্রাফে মানুষ প্রথাগত সঞ্চয়ের মাধ্যমগুলির দিকে নজর ঘুরিয়েছে। এই প্রথাগত মাধ্যমগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজ়িট। তবে মুদ্রাস্ফীতির জেরে ব্যাঙ্কগুলি বর্তমানে কম সুদের হার দিচ্ছে ফিক্সড ডিপোজ়িটে। এই আবহে আমানতকারীরা ‘নন-ব্যাঙ্কিং কর্পোরেট ফিন্যান্স কোম্পানির’ দিকে নজর ঘোরাতে পারেন। এমনই দুই সংস্থা হল শ্রীরাম ট্রান্সপোর্ট ফিন্যান্স কর্পোরেশন এবং শ্রীরাম সিটি ফিন্যান্স। এই দুই সংস্থাই বিভিন্ন মেয়াদের এবং পরিমাণের ফিক্সড ডিপোজ়িটে ৬.৫ শতাংশ থেকে ৭.৯ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।

একটি কর্পোরেট ফিক্সড ডিপোজ়িট হল এমন এক ধরনের স্থায়ী আমানত যা নন-ব্যাঙ্কিং সংস্থাগুলি এবং হাউজিং ফাইন্যান্স সংস্থাগুলি বা অন্যান্য নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলি (NBFCs) দিয়ে থাকে। এগুলি হল সেই ‘যন্ত্র’ যার মাধ্যমে কোম্পানিগুলি জনসাধারণের কাছ থেকে তহবিল সংগ্রহ করে। এই আমানতগুলিকে রেটিং এজেন্সিগুলির রেটও করা হয়। তাদের বিশ্বাসযোগ্যতার জন্যই এই রেটিং দেওয়া হয়।

এক নজরে ফিক্সড ডিপোজ়িটে সুদের হার :

১২ মাস মেয়াদের ফিক্স ডিপোজ়িট – সাধারণ মানুষরা ৬.৫ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭ শতাংশ।

১৫ মাস মেয়াদের ফিক্স ডিপোজ়িট – সাধারণ মানুষরা ৬.৭৫ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.২৫ শতাংশ।

২৪ মাস মেয়াদের ফিক্স ডিপোজ়িট – সাধারণ মানুষরা ৬.৭৫ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.২৫ শতাংশ।

৩০ মাস মেয়াদের ফিক্স ডিপোজ়িট – সাধারণ মানুষরা ৭.৭৫ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৮.২৫ শতাংশ।

৩৬ মাস মেয়াদের ফিক্স ডিপোজ়িট – সাধারণ মানুষরা ৭.৭৫ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৮.২৫ শতাংশ।

৪৫ মাস মেয়াদের ফিক্স ডিপোজ়িট – সাধারণ মানুষরা ৭.৮ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৮.৩ শতাংশ।

৪৮ মাস মেয়াদের ফিক্স ডিপোজ়িট – সাধারণ মানুষরা ৭.৮ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৮.৩ শতাংশ।

৬০ মাস মেয়াদের ফিক্স ডিপোজ়িট – সাধারণ নাগরিকরা ৭.৯ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৮.৪ শতাংশ।

Next Article