ক্ষমতায় আসার পর থেকেই একাধিক সরকারি সংস্থা বেসরকারিকরণের ডাক দিয়েছিল মোদী সরকার। সম্প্রতি এয়ার ইন্ডিয়াও বেসরাকরি সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও রেলের বেসরকারিকরণের প্রস্তাব দেওয়া থেকে শুরু করে বাজারে এলআইসির শেয়ার ছাড়ার মতো একাধিক পরিকল্পনা করতে দেখা গিয়েছে কেন্দ্রকে। যেখানে বেসরকারিকরণের হিড়িক উঠেছে সেই আবহে এর বিপরীত পদক্ষেপ করতে দেখা গেল কেন্দ্রকে। ভোডাফোন-আইডিয়ার সাহায্যার্থে এগিয়ে এল কেন্দ্র।
ঋণের দায়ে জেরবার ভোডাফোন-আইডিয়া (VI)। জানুয়ারি থেকে মোট ১৬,১৩০ কোটি টাকা বাকি রয়েছে। এই ঋণের ভার থেকে টেলিকম সংস্থাকে স্বস্তি দিতে পদক্ষেপ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক (Central Finance Ministry)। ভোডাফোন-আইডিয়ার থেকে যে বিপুল পরিমাণ অর্থ কেন্দ্রের বকেয়া রয়েছে তা ইক্যুইটিতে পরিণত করার জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে এই টেলিকম সংস্থার সর্বাধিক শেয়ার থাকবে কেন্দ্রীয় সরকারের কাছে।
উল্লেখ্য, ভোডাফোন-আইডিয়া টেলিকম সংস্থার (Vodafone-Idea Telecome Company) কাছ থেকে অ্যাডজাস্ট গ্রস রেভিনিউ বাবদ ১৬ হাজার কোটি টাকা পাওয়ার কথা কেন্দ্রের। এই পরিস্থিতিতে ঋণে জর্জরিত সংস্থাকে ঋণমুক্ত করতে প্রাপ্য ঋণের টাকাকে শেয়ারে পরিণত করার আবেদন করা হয়েছিল সংস্থার তরফে। সংস্থার সেই প্রস্তাব গ্রহণ করেছে টেলিকম দফতর। সেই প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। এই পদ্ধিততে সংস্থার প্রায় ৩৩ শতাংশ শেয়ারের মালিক হবে কেন্দ্র। আর সংস্থার ২৮.৫ শতাংশ শেয়ার থাকবে ভোডাফোনের কাছে। আর বাকি ১৭.৮ শতাংশ শেয়ার থাকবে আদিত্য বিড়লা গোষ্ঠীর আইডিয়ার কাছে।