PM Kisan Samman Nidhi Yojana : eKYC প্রক্রিয়া শেষ, পিএম কিষাণের টাকা কবে পাবেন সুবিধাভোগীরা?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Sep 08, 2022 | 4:36 PM

PM Kisan Samman Nidhi Yojana : পিএম কিষাণের eKYC প্রক্রিয়া সমাপ্ত হয়ে গিয়েছে। এই যোজনার অধীনে সুবিধাভোগী কৃষকদের বার্ষিক ৬ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে।

PM Kisan Samman Nidhi Yojana : eKYC প্রক্রিয়া শেষ, পিএম কিষাণের টাকা কবে পাবেন সুবিধাভোগীরা?
ছবি সৌজন্যে : Pixabay

Follow Us

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১২ তম কিস্তির টাকা পাওয়ার জন্য eKYC প্রক্রিয়ার ডেডলাইন শেষ হয়ে গিয়েছে। তবে পিএম কিষাণের এই কিস্তির টাকা সুবিধাভোগী কৃষকদের ব্যাঙ্কে আসতে আরও কিছুদিন সময় লাগতে পারে। ট

দেশের ছোটো ও প্রান্তিক চাষীদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল, এবার সুবিধাভোগী কৃষকরা খুব শিগগির ১২ তম কিস্তির টাকা পাবেন। প্রত্যেক সুবিধাভোগীরা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১২ তম কিস্তির ২ হাজার টাকা পেয়ে যাবেন। দেশের ছোটো ও প্রান্তিক চাষীরা এই যোজনায় নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারেন। প্রথমে শুধুমাত্র প্রান্তিক ও ছোটো কৃষকরা এই যোজনার সুবিধা পাবেন বলেই ঘোষণা করা হয়েছিল। পরে এই যোজনার মধ্যে চাষযোগ্য জমি রয়েছে এরকম সকল কৃষকদেরই এই স্কিমের আওতায় আনা হয়। এদিকে বুধবারই পিএম কিষাণ যোজনার eKYC এর ডেডলাইন শেষ হয়েছে। এখন শুধু টাকা ঢোকার অপেক্ষা।

তবে ১২ তম কিস্তির টাকা অ্য়াকাউন্টে পেতে দেরি হতে পারে একটু। কারণ এই কিস্তির টাকা সুবিধাভোগীদের অ্য়াকাউন্টে যাওয়ার আগে রাজ্যের অনুমোদনের দরকার পড়ে। সেখানে তা কতদূর এগোলো তার কোনও আপডেট দেখা যাচ্ছে না। এমনকী FTO জেনেরাটেড বা পেমেন্ট কনফারমেশন নিয়ে কোনও তথ্য দেখা যাচ্ছে না। অর্থাৎ,কৃষকদের নথিপত্র যাচাইকরণের কাজ শুরু করেনি রাজ্য সরকারগুলো। এই পরিস্থিতিতে কৃষকদের কিছুদিনের জন্য অপেক্ষা করতে হবে।

Next Article