SBI, HDFC, ICICI ব্যাঙ্কে এফডি অ্যাকাউন্ট আছে? এই তথ্য জেনে রাখা জরুরি

TV9 Bangla Digital | Edited By: arunava roy

Jul 09, 2021 | 8:23 PM

টার্ম ডিপোজিট (Term Deposit) ম্যাচিওর হওয়ার পর যদি অ্যাকাউন্টধারী মারা যান তাহলে সেই অ্যাকাউন্ট দাবিহীন হয়ে পড়ে। সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টের হিসেবেই সুদ দেবে ব্যাঙ্ক।

SBI, HDFC, ICICI ব্যাঙ্কে এফডি অ্যাকাউন্ট আছে? এই তথ্য জেনে রাখা জরুরি
ফাইল ছবি

Follow Us

করোনার দাপটে বিপর্যস্ত সারা দেশ। মানুষের উপার্জন কমে গিয়েছে। চাকরি হারিয়ে বিপাকে পড়েছেন অনেকে। এই কঠিন পরিস্থিতিতে যাদের বিভিন্ন ব্যাঙ্কে (Bank) এফডি অ্যাকাউন্ট আছে তারা কিছুটা নিশ্চিন্ত। বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) খুবই জরুরি। তবে নিয়ম বদলের ফলে এবার আয় কমতে পারে আপনার।

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার পরিবর্তনের কথা ঘোষণা করেছে। সেখানে বলা হয়েছে, সমস্ত ব্যাঙ্ক এবং সমবায় ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টধারীরা এফডি সুদের হারের চেয়ে কম পাবেন। আরবিআইয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, টার্ম ডিপোজিট ম্যাচিওর হওয়ার পর যদি অ্যাকাউন্টধারী মারা যান তাহলে সেই অ্যাকাউন্ট দাবিহীন হয়ে পড়ে। সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টের হিসেবেই সুদ দেবে ব্যাঙ্ক। নতুন নিয়ম অনুসারে এখন এভাবেই সুদ পাবেন এফডি অ্যাকাউন্টধারীরা।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিসিআই ব্যাঙ্ক এবং সমবায় ব্যাঙ্ক সহ সমস্ত ব্যাঙ্কের এফডি গ্রাহকদের জন্য নতুন নিয়ম প্রযোজ্য। ইতিমধ্যেই ব্যাঙ্কগুলিতে এফডি এবং সেভিংস অ্যাকাউন্টের আমানতগুলিতে স্বল্প সুদের হারের প্রস্তাব দেওয়া হয়েছে।

যেহেতু ব্যাঙ্কগুলি অতিরিক্ত বকেয়া টাকার ওপর সেভিংস অ্যাকাউন্টের সুদের হারে সুদ দেবে। তাই অতিরিক্ত স্থির আমানতের ব্যাপারে আরবিআইয়ের নতুন সিদ্ধান্তের খুব বেশি প্রভাব পড়বে না। এসবিআই, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই বা অন্য কোনও ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট আছে আপনার? নতুন এফডি নিয়ম আপনার আয় কমিয়ে দিতে পারে!

আরও পড়ুন: পাশের বাড়িতে খেলতে যাওয়ার ‘অপরাধে’ মেয়েকে ভয়ানক শাস্তি মায়ের

Next Article