Axis Bank: অ্যাক্সিস ব্যাঙ্কের FD করবেন? কত সময়ের জন্য করলে বেশি সুদ পাবেন জানুন

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 10, 2023 | 7:30 AM

ফিক্সড ডিপোজিটের সময়কাল যত বেশি হয় তত সুদ বেশি পাওয়া যায়। ৭ দিন থেকে পাঁচ বছর- এর মধ্যবর্তী যে কোনও সময় কালের জন্য আপনি এফডি-তে বিনিয়োগ করতে পারবেন। অ্যাক্সিস ব্যাঙ্ক এফডি-তে সুদ দিচ্ছে ৩ শতাংশ থেকে ৭.১ শতাংশ পর্যন্ত।

Axis Bank: অ্যাক্সিস ব্যাঙ্কের FD করবেন? কত সময়ের জন্য করলে বেশি সুদ পাবেন জানুন
অ্যাক্সিস ব্যাঙ্ক

Follow Us

নয়াদিল্লি: টাকা সঞ্চয়ের জন্য অন্যতম জনপ্রিয় স্কিম হল ফিক্সড ডিপোজিট। এই ধরনের লগ্নিতে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা নির্দিষ্ট সময়ের জন্য জমা রাখতে আর্থিক প্রতিষ্ঠানে। সেই সময়কালের পর সুদ সমেত সেই টাকা ফেরত দেওয়া হয়। রাষ্ট্রায়ত্ত, বেসরকারি সব ধরনের ব্যাঙ্কেই ফিক্সড ডিপোজিটের সুবিধা পাওয়া যায়। তবে এফডি-তে সুদের হার বিভিন্ন সময় পরিবর্তন করে ব্যাঙ্কগুলি। সম্প্রতি অ্যাক্সিস ব্যাঙ্ক এফডি সুদে পরিবর্তন এনেছে। আসুন এক নজরে দেখে নিই, অ্যাক্সিস কোন সময়কালের জন্য কেমন সুদ দিচ্ছে ফিক্সড ডিপোজিটে।

ফিক্সড ডিপোজিটের সময়কাল যত বেশি হয় তত সুদ বেশি পাওয়া যায়। ৭ দিন থেকে পাঁচ বছর- এর মধ্যবর্তী যে কোনও সময় কালের জন্য আপনি এফডি-তে বিনিয়োগ করতে পারবেন। অ্যাক্সিস ব্যাঙ্ক এফডি-তে সুদ দিচ্ছে ৩ শতাংশ থেকে ৭.১ শতাংশ পর্যন্ত।

স্বল্প দিনের জন্য বিনিয়োগ করতে অ্যাক্সিস ব্যাঙ্ক সুদ দেবে ৩ শতাংশ। ৭ থেকে ২৯ দিনের জন্য এই সুদ দেওয়া হবে। আপনার এফডি-র সময়সীমা যদি ৬ মাস থেকে ৯ মাসের মধ্যে হয় তাহলে ৫.৭৫ শতাংশ সুদ পাবেন আপনি। তবে ১১ মাস থেকে ১ বছরের মধ্যে ৬ শতাংশ সুদ দেবে। এক বছর থেকে ১৫ মাস পর্যন্ত ৬.৭০- শতাংশ সুদ দিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক। সব থেকে বেশি সুদ অ্যাক্সিস দিচ্ছে ৭.১০ শতাংশ। ১৬ মাস থেকে ৫ বছরের কম বছরের কম যে কোনও সময়ের জন্য এই হারে সুদ পাওয়া যাবে। পাঁচ বছর থেকে ১০ বছর সময়কালের জন্য এফডি করলে ৭ শতাংশ সুদ দেবে বেসরকারি এই আর্থিক প্রতিষ্ঠান।

Next Article