নয়া দিল্লি: আজকাল উচ্চবিত্ত থেকে মধ্যবিত্তরাও ব্যবসার কাজ বা ভ্রমণের জন্য বিমানে যাতায়াত করেন। তবে চলতি মাস থেকেই বিমান ভাড়া বাড়তে চলেছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক- উভয় প্রকার বিমানেরই ভাড়া বাড়তে পারে। এর প্রধান কারণ, বিমানের জ্বালানি খরচ বাড়ছে।
বিমানের জ্বালানি খরচ চার মাস সস্তা থাকার পর মার্চ মাসে বেড়েছে। বিশেষ বিষয় হল, রাজধানী দিল্লিতে সবচেয়ে বেশি জ্বালানির দাম বেড়েছে। IOCL-এর এই সিদ্ধান্তের পর দেশে বিমান ভাড়া বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এয়ারলাইন্সের পরিচালনার খরচে জ্বালানির অংশ ৪০ শতাংশ। এমন পরিস্থিতিতে জেট ফুয়েলের দাম বাড়লে ফ্লাইট ভাড়া বাড়তে পারে। দেশের চার মেট্রোতে জেট ফুয়েলের বর্তমান দাম কত তা জেনে নিন।
জেট জ্বালানি ব্যয়বহুল হয়ে উঠেছে
দেশের চারটি মহানগরেই জেট ফুয়েলের দাম বেড়েছে। রাজধানী দিল্লিতে জেট ফুয়েলের দাম বেড়েছে ৬২৪,৩৭ টাকা। ফলে প্রতি কিলো লিটার জ্বালানির নতুন দাম হয়েছে ১,০১,৩৯৬,৫৪ টাকা। অন্যদিকে, কলকাতায় সর্বনিম্ন ৪৯৯.৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে নতুন দাম হয়েছে ১,১০,২৯৬.৮৩ টাকা। মুম্বইতে জেট ফুয়েলের দাম ৫৬৩.২২ টাকা বৃদ্ধি পেয়েছে। এরপর নতুন দাম হয়েছে ৯৪,৮০৯.২২ টাকা। আর চেন্নাইে জেট ফুয়েলের দাম ৫৫৮.৪৪ টাকা বেড়েছে। ফলে নতুন দাম প্রতি কিলো লিটারে ১,০৫,৩৯৮.৬৩ টাকা হয়েছে।
ভাড়া বাড়তে পারে
যে কোনো এয়ারলাইন্স কোম্পানির অপারেশনাল খরচের ৪০ শতাংশ ব্যয় হয় জেট ফুয়েলের জন্য। ফলে চলতি মাসে বিমান ভ্রমণের দাম বাড়তে পারে। তবে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে টানা তিন মাস দাম কমেছল। অক্টোবর মাসে দিল্লিতে জেট ফুয়েলের দাম ছিল প্রতি কিলোলিটারে ১,১৮,১৯৯.১৭ টাকা। যেখানে ফেব্রুয়ারি মাসে প্রতি কিলো লিটারে দাম কমেছে ১,০০,৭৭২.১৭ টাকা। অর্থাৎ এই সময়ের মধ্যে দিল্লিতে জেট ফুয়েলের দাম প্রতি কিলোলিটারে ১৫ শতাংশ অর্থাৎ ১৭,৪২৭ টাকা কমেছে।