কলকাতা: মার্চ মাস পড়ে গিয়েছে। চলতি অর্থবর্ষের এটাই শেষ মাস। আর এই মাসের শেষেই বাড়ে বেতনও। প্রিয়জনকে সোনার গহনা উপহার দিতে চাইলে এপ্রিল মাস অবধি অপেক্ষা করার আর দরকার নেই। এবার মার্চ মাসেই আপনি কিনতে পারবেন সোনা। আজ, ৪ মার্চ অনেকটাই কমল সোনার দাম। একইসঙ্গে কমেছে রুপোর দামও। আজ যদি আপনার সোনা-রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-
আজ, সোমবার ২২ ক্য়ারেটের সোনার দাম রয়েছে ৫৮ হাজার ৭৪০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে।
২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৮৭ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।
২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনার দামও কমেছে। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৪ হাজার ৮০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা কমেছে সোনার দাম।
২৪ ক্যারেটের ১০০ গ্রাম আজ রয়েছে ৬ লক্ষ ৪০ হাজার ৮০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের সোনার দামও কমেছে আজ। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪৮ হাজার ৬০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪ লক্ষ ৮০ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
সোনার মতোই কমেছে রুপোর দামও। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৭৩৫০ টাকা। ১ কেজি রুপোর দাম ছিল ৭৩ হাজার ৫০০ টাকা।