নয়া দিল্লি: বিমান সফর মানেই ব্যয়বহুল। তবে আগামী দিনে বিমান সফর কিছুটা স্বস্তিদায়ক হতে পারে। কেননা বিমানের জ্বালানি তেল অর্থাৎ জেট ফুয়েলের দাম কমছে। তথ্য অনুযায়ী, তেল কোম্পানিগুলো টানা তৃতীয় মাসে জেট ফুয়েলের দাম কমিয়েছে। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত জেট ফুয়েলের দাম প্রায় ১৪ শতাংশ কমেছে। আবার শুধু ১ জানুয়ারি তেল কোম্পানিগুলো জেট ফুয়েলের দাম প্রায় ৪ শতাংশ কমিয়েছে। এভাবে জেট ফুয়েলের দাম কমতে থাকলে আগামী দিনে বিমান ভাড়াও কম হওয়া স্বাভাবিক ঘটনা।
দেশের রাজধানী ও অন্যান্য মেট্রো শহরগুলিতে জেট ফুয়েলের দাম কেমন হয়েছে তা জানা যাক। এছাড়াও, জাতীয় রাজধানী দিল্লিতে ৩ মাসে জেট ফুয়েলের দাম কত কমেছে?
জানুয়ারীতে জেট ফুয়েল কত সস্তা হয়েছে?
IOCL-এর ওয়েবসাইট অনুসারে, দেশের রাজধানী দিল্লিতে জেট ফুয়েলের দাম প্রায় ৪ শতাংশ অর্থাৎ ৪,১৬২.৫ টাকা প্রতি কিলোলিটার কমেছে। এরপর দিল্লিতে জেট ফুয়েলের দাম নেমে এসেছে ১,০১,৯৯৩.১৭ টাকা প্রতি কিলোলিটারে। একই সময়ে কলকাতায় জেট ফুয়েলের দাম প্রতি কিলোলিটারে ১,১০,৯৬২.৮৩ টাকা, মুম্বইয়ে দাম আরও কম, প্রতি কিলোলিটারে ৯৫,৩৭২.৪৩ টাকা এবং চেন্নাইয়ে জেট ফুয়েলের দাম প্রতি কিলোলিটারে ১.০৬,০৪২.৯৯ টাকা।
তিন মাসে বড় পতন
অন্যদিকে তিন মাসে জেট ফুয়েলের দামে বড় ধরনের পতন হয়েছে। জেট ফুয়েলের দামের সর্বশেষ বৃদ্ধি অক্টোবর মাসে দেখা গিয়েছিল এবং দিল্লিতে জেট ফুয়েলের দাম ১,১৮,১৯৯.১৭ টাকায় নেমে আসে। নভেম্বর মাসে, ৫.৭৯ শতাংশ পতন হয় এবং দাম ১,১১,৩৪৪.৯২ টাকায় নেমে এসেছে। তারপরে ডিসেম্বর মাসেও দিল্লিতে জেট ফুয়েলের দাম ৪.৬৬ শতাংশ দাম কমেছে এবং দাম প্রতি কিলোলিটারে ১,০৬,১৫৫.৬৭ টাকায় নেমে এসেছে। এর মানে হল যে তিন মাসে জেট ফুয়েলের দাম প্রায় ১৪ শতাংশ অর্থাৎ ১৬ হাজারের বেশি টাকা কিলোলিটারে কমেছে।
জেট-ফুয়েলের দাম এভাবে নিম্নগামী থাকলে স্বাভাবিকভাবেই আগামী দিনে বিমান ভাড়া কম হতে পারে।