জলের দরে বিমানের টিকিট? নতুন বছরে ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা এখনই সেরে ফেলুন

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 01, 2025 | 1:02 PM

Flight Ticket: কলকাতায় জ্বালানির দাম ১৪৯১.৮৪ টাকা কমেছে। কলকাতায় জ্বালানির দাম পড়বে ৯৩ হাজার ৫৯ টাকা। মুম্বইয়ে বিমানের জ্বালানির দাম সবথেকে কম। ১৩৪৯ টাকা কমে বিমানের জ্বালানির দাম হয়েছে ৮৪ হাজার ৫১১ টাকা।

জলের দরে বিমানের টিকিট? নতুন বছরে ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা এখনই সেরে ফেলুন
প্রতীকী চিত্র।
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: নতুন বছরের প্রথম দিনেই মিলছে একের পর এক সুখবর। কমেছে এলপিজি সিলিন্ডারের দাম। এবার বিমানের টিকিটও সস্তা হওয়ার সমূহ সম্ভাবনা। এর কারণ ২০২৫ সালের ১ জানুয়ারিই সস্তা হয়ে গেল বিমানের জ্বালানি।

জানা গিয়েছে, বিমান জ্বালানির দাম কমিয়েছে ওএমসি। এভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফের দাম কমানো হয়েছে। নতুন বছর থেকে বিমানের জ্বালানির দাম লিটার প্রতি ১ হাজার ৪০১ টাকা কমানো হয়েছে। এবার থেকে জ্বালানি কিনতে খরচ হবে ৯১ হাজার ৮৫৬.৮৪ টাকা।

কলকাতায় জ্বালানির দাম ১৪৯১.৮৪ টাকা কমেছে। কলকাতায় জ্বালানির দাম পড়বে ৯৩ হাজার ৫৯ টাকা। মুম্বইয়ে বিমানের জ্বালানির দাম সবথেকে কম। ১৩৪৯ টাকা কমে বিমানের জ্বালানির দাম হয়েছে ৮৪ হাজার ৫১১ টাকা।

গত ডিসেম্বরে দাম বেড়ে লিটার প্রতি ১৩১৮.১২ টাকা বেড়েছিল।  তার আগে নভেম্বর মাসে দাম বেড়েছিল ২৯৪১.৫ টাকা।

বিমানের জ্বালানির দাম কমায়, স্বাভাবিকভাবেই বিমানের টিকিটের দামও কমার সম্ভাবনা রয়েছে। বিমানের টিকিটের দাম ওঠা-নামা করে মূলত এই জ্বালানির দামের উপরেই। নতুন বছরে বিমানের জ্বালানির দাম কমায়, বিমানের টিকিটের দামও কমতে পারে।

Next Article