Savings Tips: দৈনিক জীবনে ছোট এই অভ্যাসগুলি অনুসরণ করলেই মাসে জমাতে পারবেন হাজার হাজার টাকা

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 28, 2023 | 8:03 AM

Financial Tips: হঠাৎ করেই শারীরিক অসুস্থতা, চাকরি চলে যাওয়া বা অন্য কোনও কারণে প্রয়োজন পড়তে পারে টাকার। সেক্ষেত্রে আপনার হাতে যদি নগদ টাকা না থাকে, তবে চরম সমস্যায় পড়তে পারেন।

Savings Tips: দৈনিক জীবনে ছোট এই অভ্যাসগুলি অনুসরণ করলেই মাসে জমাতে পারবেন হাজার হাজার টাকা
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: বিপদ কখনও বলে-কয়ে আসে না। হঠাৎ করেই শারীরিক অসুস্থতা, চাকরি চলে যাওয়া বা অন্য কোনও কারণে প্রয়োজন পড়তে পারে টাকার। সেক্ষেত্রে আপনার হাতে যদি নগদ টাকা না থাকে, তবে চরম সমস্যায় পড়তে পারেন। হঠাৎ প্রয়োজন পড়া এই টাকার জন্য আপনার আর্থিক সঞ্চয় থাকা প্রয়োজন। কিন্তু অনেকেই এমন রয়েছেন, যারা টাকা সঞ্চয় করতে পারেন না। অল্প মাইনে হওয়ায় সাংসারিক খরচ মিটিয়ে অর্থ সঞ্চয় করা সম্ভব হয় না, এমনটাই বাহানা দেন অনেকে। কিন্তু অল্প টাকা রোজগার করেও আর্থিক সঞ্চয় সম্ভব, এর জন্য প্রয়োজন শুধু সঠিক আর্থিক পরিকল্পনার। কীভাবে আর্থিক সঞ্চয় করবেন, তার সহজ কয়েকটি উপায় জেনে নিন-

বাজেট স্থির করা- অর্থ সঞ্চয়ের জন্য প্রথমেই আপনাকে একটি নির্দিষ্ট বাজেট ঠিক করতে হবে। আপনি কত টাকা উপার্জন করছেন এবং আপনার মাসিক খরচ কত, তা ঠিক করে নিলেই বাজেটের মধ্যে আপনার খরচ থাকবে এবং অর্থ সঞ্চয়ও সম্ভব হবে।

অহেতুক খরচ কমান- মাসের প্রথমে মাইনে ঢুকলেই আমরা অহেতুক অনেক জিনিস কিনে ফেলি, যারফলে মাসের শেষে পকেটে টান পড়ে। অর্থ সঞ্চয়ের জন্য অহেতুক খরচ যেমন অপ্রয়োজনীয় কেনাকাটা, নামি-দামি রেস্তোরাঁয় প্রায়দিনই খেতে যাওয়ার মতো অভ্যাস ত্যাগ করুন।

গণপরিবহণ ব্যবহার করুন– ব্যক্তিগত গাড়ি বা বাইক থাকলেও, যদি গণপরিবহণ ব্যবস্থা ভাল থাকে, তবে চেষ্টা করুন যথাসম্ভব গণপরিবহণ ব্যবহার করা। এতে একদিকে যেমন জ্বালানি, পার্কিং ফি-র খরচ বাড়বে, তেমনই অর্থ সঞ্চয়ও হবে।

শক্তি সঞ্চয়- বিনা প্রয়োজনে ঘরে লাইট, ফ্যান জ্বালিয়ে রাখবেন না। এই সামান্য সাশ্রয়ও আপনার অর্থ সঞ্চয়ে বিশেষ সাহায্য করবে।

দামের তুল্যমূল্য বিচার করুন- কোনও জিনিস কেনার আগে বিভিন্ন দোকানে ওই একই পণ্যের কত দাম, তা যাচাই করে দেখে নিন। এতে আপনি যেমন ভাল অফার পাবেন, তেমনই অর্থ সাশ্রয়ও হবে।

ক্রেডিট কার্ডের ব্যবহার- বুঝেশুনে ক্রেডিট কার্ড ব্যবহার করুন। পরিকল্পিতভাবে ক্রেডিট কার্ড ব্য়বহার করলে যেমন একাধিক আর্থিক সুযোগ-সুবিধা পান আপনি, তেমনই আবার ক্রেডিট কার্ডের ভুল ব্য়বহারে আপনার কাঁধে ঋণের বোঝা বাড়তে পারে।

Next Article