Mutual Fund: শুধু ছোট্ট টিপস জানলেই কেল্লাফতে, সহজেই খোঁজ পাবেন সোনার ডিম পাড়া মিউচুয়াল ফান্ডের

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Dec 09, 2023 | 7:17 PM

Mutual Fund: অনেক মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখা যায় রিটার্নের অঙ্কটা ১০ থেকে ১২ শতাংশের আশপাশে ঘোরাফেরা করছে। এতে কিছু লোক খুশি হলেও অনেকেই বলেন, ব্যাঙ্কের থেকে তো মাত্র ২-৩ শতাংশ বেশি রিটার্ন মিলছে! এতে আর কী লাভ।

Mutual Fund: শুধু ছোট্ট টিপস জানলেই কেল্লাফতে, সহজেই খোঁজ পাবেন সোনার ডিম পাড়া মিউচুয়াল ফান্ডের
প্রতীকী চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

শেয়ারে বিনিয়োগের পাশাপাশি বর্তমানে মিউচুয়াল ফান্ডেও (Mutual Fund) বিনিয়োগের পথে হাঁটছেন একটা বড় অংশের মানুষ। যে কোনও ব্যঙ্ক, পোস্ট অফিস, এলআইসি বা কোনও সরকারি আর্থিক প্রতিষ্ঠানের স্কিম থেকে মোটের উপর ৬ থেকে ৮ শতাংশের মতো রিটার্ন পাওয়া যায়। সেখানে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে রিটার্নের পরিমাণটা এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। তবে অনেক মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখা যায় রিটার্নের অঙ্কটা ১০ থেকে ১২ শতাংশের আশপাশে ঘোরাফেরা করছে। এতে কিছু লোক খুশি হলেও অনেকেই বলেন, ব্যাঙ্কের থেকে তো মাত্র ২-৩ শতাংশ বেশি রিটার্ন মিলছে! এতে আর কী লাভ। তবে বাজারে এমন মিউচুয়াল ফান্ডও রয়েছে যেগুলি ১৫ থেকে ২৫ শতাংশের কাছাকাছি রিটার্ন দিচ্ছে। তাহলে কী এই রিটার্নের পরিমাণটা যুক্তিসঙ্গত? 

বিশেষজ্ঞরা বলছেন, কোনও ফান্ড ঠিকঠাক রিটার্ন দিচ্ছে কি না তা জানতে কোনও সংস্থার বেঞ্চমার্কের দিকে নজর রাখতে হবে। কী এই বেঞ্চমার্ক? আমাদের কাছে রয়েছে দুটি স্টক এক্সচেঞ্জ। রয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বম্বে স্টক এক্সচেঞ্জ। এই দুটো স্টক এক্সচেঞ্জের নিজের নিজের ইনডেক্স রয়েছে। যেগুলি নিফটি ৫০ বা সেনসেক্স নামে পরিচিত। এগুলিকেই বেঞ্চমার্ক ইনডেক্স বলা হয়। প্রতিটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেই নির্দিষ্ট বেঞ্চমার্ক ইনডেক্স থাকে। যেগুলিকে মিউচুয়াল ফান্ডগুলির বিশদ বিবরণে দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন, কোনও মিউচুয়াল ফান্ড ভাল না খারাপ সেটা বোঝার জন্য ওই ফান্ডের রিটার্নকে ওই ফান্ডের বেঞ্চমার্কের সঙ্গে তুলনা করে দেখতে হবে। কারণ শুধু রিটার্নের পরিমাণ দেখে সম্পূর্ণ ধারণা পাওয়া সম্ভব নয়। 

কারণ, যে সময় আপনি বিনিয়োগ করতে চাইছেন সেই সময় যেভাবে শেয়ার মার্কেট চলছে সেই অনুযায়ী ফান্ডটি কেমন রিটার্ন দিচ্ছে। যদি কোনও মিউচুয়াল ফান্ডের রিটার্ন তার রিটার্নের থেকে বেশি হয় তাহলে সেই মিউচুয়াল ফান্ডকে মোটের উপর ভাল ফান্ড বলা হয়। তাই বিনিয়োগের আগে এই দিকটা দেখে নেওয়ার উপর বিশেষ জোর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা।  

বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।

Next Article