নয়া দিল্লি: সম্প্রতি জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে জিএসটি কাউন্সিল। ফলে সিনেমা হলে সস্তা হয়েছে হচ্ছে খাবার ও পানীয়। অর্থাৎ হলে বসে পপ কর্ন, নরম পানীয় বা পিজ্জা খাওয়ার খরচ অনেকটাই কমল।
তবে অনেক ক্ষেত্রে সিনেমার টিকিট কাটার সময়েই খাবারের দামও দিয়ে দেন দর্শকেরা। সে ক্ষেত্রে কিন্তু এই জিএসটি কমার কোনও প্রভাব পড়বে না। তাই সস্তায় খাবার বা পানীয় কিনতে হলে হলে গিয়ে মাল্টিপ্লেক্সের ফুড কোর্ট থেকেই কিনতে হবে। টিকিট যেভাবেই কিনুন, খাবার কিনতে গেলে অবশ্যই হলে গিয়ে কিনতে হবে। সে ক্ষেত্রেই খাবারে ৫ শতাংশ জিএসটি নেওয়া হবে। অনলাইনে টিকিট কাটার সময় খাবার কিনলে ১৮ শতাংশ জিএসটিই ধার্য হবে।
কোভিডের সময় সিনেমা হল বন্ধ ছিল দীর্ঘদিন। পরে খুললেও দর্শকের ঘাটতি ছিল অনেক দিন পর্যন্ত। পরে ক্রমে ক্রমে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। এখন আবার আগের মতো দর্শকের ভিড় হচ্ছে হলে। খাবারও কিনছেন অনেকে। তবে আগে যেভাবে দামের ছ্যাঁকা লাগত, এখন আর তা হবে না।