নয়া দিল্লি: দেশের বাইরে যদি কাউকে টাকা পাঠাতে চান, তাহলে আয়করের নতুন নিয়ম সম্পর্কে জানতে হবে। কারণ আয়কর দফতর সম্প্রতি একটা বড় পরিবর্তন এনেছে। ১ জুলাই থেকে কার্যকর হতে চলেছে সেই নিয়ম। নয়া নিয়মে বিদেশে লেনদেনের ক্ষেত্রে দিতে হবে বেশি টাকা। আয়কর দফতর একধাক্কায় ৫ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করে দিয়েছে চার্জ।
চিকিৎসার খরচ বা পড়াশোনার খরচের জন্য কেউ যদি টাকা পাঠাতে চান, তাহলে মাত্র ৫ শতাংশ কর দিতে হবে। অন্যান্য সব ক্ষেত্রে কর হবে ২০ শতাংশ। তবে ৭ লক্ষ টাকা অবধি এই নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে।
যদি আপনি ১০ লক্ষ টাকা পাঠাতে চান, তাহলে ২০ শতাংশ কর নিয়ে আপনার থেকে নেওয়া হবে ১২ লক্ষ টাকা। পরে ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় ট্যাক্স ক্রেডিট হিসেবে ওই অতিরিক্ত টাকা ফেরত পাবেন আপনি।
ভারত থেকে যাতে বিদেশে বড় কোনও লেনদেন না হয়, সে ব্যাপারে সতর্ক হতেই এই সিদ্ধান্ত নিয়েছে আয়কর বিভাগ। এর ফলে আর্থিক প্রতারণার অভিযোগ কমবে বলেও মনে করা হচ্ছে।