নয়া দিল্লি: অভিযোগ উঠেছিল মাস খানেক আগেই। রিপোর্ট আসার পরই অভিযুক্ত কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করল টিসিএস। শুধু তাই নয়, যে সব সংস্থার মাধ্যমে কর্মী নিয়োগ করত এই তথ্য ও প্রযুক্তি সংস্থা, তার মধ্যে বেশ কয়েকটি সংস্থার সঙ্গেও সম্পর্ক চুকিয়ে দিল টিসিএস। তবে সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই ঘটনায় সংস্থাকে কোনও ভাবে প্রতারণা করা হয়নি বা কোনও আর্থিক তছরূপের ঘটনা ঘটেনি।
অভিযোগ ছিল, সংস্থার কিছু কর্মী কোনও কোনও ভেন্ডারের সঙ্গে যোগসাজশ করে পছন্দ মতো লোক নিয়োগ করছে। অজ্ঞাতপরিচয় কোনও একজন সেই অভিযোগ জানিয়েছিলেন। এরপরই তদন্ত শুরু হয়। আর সেই সব চাকরি দেওয়ার বদলে টাকা নেওয়ার অভিযোগও উঠেছিল।
অভিযোগ ছিল, একাধিক উচ্চপদস্থ কর্মী মোটা টাকার বিনিময়ে অনেক গুরুত্বপূর্ণ পদে লোক নিয়োগ করছিলেন। বেশ কয়েক বছর ধরে এমনটা চলছিল বলেও জানা গিয়েছে। অভিযোগ সামনে আসার পর তিন সদস্যের টিম গঠন করা হয় টিসিএসের তরফে। সেই টিমে ছিলেন চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার অজিত মেনন। এতে সংস্থার বিধি লঙ্ঘন করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।