Petrol-Diesel Price: সস্তা হতে চলেছে পেট্রোল-ডিজেল

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jun 25, 2023 | 1:26 AM

Oil Price: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত কমছে। গত দু দিনে অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবারে অপরিশোধিত তেলের দাম কমেছে ৩ শতাংশ।

Petrol-Diesel Price: সস্তা হতে চলেছে পেট্রোল-ডিজেল
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: বছরের প্রথমার্ধ শেষ হতে চলেছে এবং এই সময়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude oil) দাম ১৪ শতাংশ কম হয়েছে। গত পাঁচ ব্যবসায়িক দিনের কথা বললে, ব্রেন্ট এবং ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামে ৩.৫ শতাংশ পতন হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বছরের দ্বিতীয়ার্ধে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৬৫ থেকে ৭০ ডলারের মধ্যে হতে পারে। যার কারণে এই সময়ের মধ্যে ভারতে পেট্রোল (Petrol) এবং ডিজেলের (Diesel) দামে ১০ থেকে ১৫ টাকা কম হতে পারে।

অপরিশোধিত তেলের দাম

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত কমছে। গত দু দিনে অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবারে অপরিশোধিত তেলের দাম কমেছে ৩ শতাংশ। অন্যদিকে, এ বছর এখনও পর্যন্ত অপরিশোধিত উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ১৪ শতাংশ হ্রাস পেয়েছে। বর্তমানে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৭৩.৮৫ মার্কিন ডলার এবং WTI-এর দাম ব্যারেল প্রতি ৬৯.১৬ মার্কিন ডলারে নেমে এসেছে।

ভারতে অপরিশোধিত তেলের দাম

ভারতে অপরিশোধিত তেলের দাম গত দু-দিনে ২৭৮ টাকা কমেছে। বুধবার বাজার বন্ধ হওয়ার পর অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৫,৯৫৩ টাকা।‌ শুক্রবার লেনদেন শেষে সেটা প্রতি ৫,৬৭৫ টাকায় নেমে আসে।

পেট্রোল এবং ডিজেলের দাম কত কমতে পারে?

আইআইএফএল-এর কমোডিটি অ্যান্ড রিসার্চ, ভাইস প্রেসিডেন্ট অনুজ গুপ্তের মতে, আন্তর্জাতিক পর্যায়ে অপরিশোধিত তেলের চাহিদা কমছে। বছরের দ্বিতীয়ার্ধে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৬৫ থেকে ৭০ ডলারের মধ্যে থাকতে পারে। পাশাপাশি ভারতে পেট্রোল ও ডিজেলের দাম ১০ থেকে ১৫ টাকা কমতে পারে।

Next Article