Aadhar Correction: ১ জানুয়ারি থেকে আর বিনামূল্যে নয়, আধার নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Dec 21, 2023 | 9:31 AM

ডিম্যাট অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্কিং সেক্টর। বেশ কয়েকটি ক্ষেত্রে এই পরিবর্তন হচ্ছে। নতুন বছরের শুরুতে যাতে এ নিয়ে কোনও সমস্যার মধ্যে না পড়তে হয়, সে জন্য আগেভাগে জেনে নিন এই সব পরিবর্তনের কথা।

Aadhar Correction: ১ জানুয়ারি থেকে আর বিনামূল্যে নয়, আধার নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের
প্রতীকী ছবি

Follow Us

নয়াদিল্লি: ২০২৩ সাল শেষ হতে আর মাত্র ১০ দিন। তার পরই ২০২৪ সাল শুরু। নতুন বছরের প্রথম দিন থেকেই ব্যাঙ্কিং সংক্রান্ত বেশ কয়েকটি কাজে আসছে বড়সড় পরিবর্তন। ডিম্যাট অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্কিং সেক্টর। বেশ কয়েকটি ক্ষেত্রে এই পরিবর্তন হচ্ছে। নতুন বছরের শুরুতে যাতে এ নিয়ে কোনও সমস্যার মধ্যে না পড়তে হয়, সে জন্য আগেভাগে জেনে নিন এই সব পরিবর্তনের কথা।

ডিম্যাট নমিনি: স্টক মার্কেটে শেয়ার সংক্রান্ত লেনদেনের জন্য ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন হয়। সেবি সম্প্রতি নির্দেশ দিয়েছে, এই ধরনের অ্যাকাউন্টে নমিনি থাকা বাধ্যতামূলক। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে নমিনি না থাকা ডিম্যাট অ্যাকাউন্ট কাজ করা বন্ধ করবে। নমিনি বাধ্যতামূলক হওয়ার শেষ সময়সীমা ধার্য হয়েছিল ৩০ সেপ্টেম্বর। তা তিন মাস বাড়ানো হয়েছিল।

ব্যাঙ্ক লকার: ব্যাঙ্কের লকার সংক্রান্ত নতুন চুক্তি আনা হয়েছে। ব্যাঙ্কে যাঁদের লকার আছে, তাঁরা যাতে এই চুক্তি সই করে, তার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ৩১ জানুয়ারির মধ্যে নতুন চুক্তি স্বাক্ষর না করলে লকরার ফ্রোজেন করে দেওয়া হবে।

বিনা পয়সা আধার আপডেট: দেশের বিভিন্ন প্রান্তেই অনেক মানুষেরই আধার কার্ডে প্রচুর ভুলভ্রান্তি রয়েছে। নিয়মিত ভাবে তা বিভিন্ন কেন্দ্রে সংশোধনও করা হয়। এর জন্য কোনও টাকা দিতে হয় না। বিনামূল্যে আধার কার্ডের সংশোধন এ বছর পর্যন্তই হবে। আগামী বছর থেকে তা করার জন্য ৫০ টাকা করে চার্জ দিতে হবে।

সিম নিতে পেপার ডকুমেন্ট: মোবাইল ব্যবহারকারীদের সিমকার্ড নিতে আর সমস্যার সম্মুখীন হতে হবে না। ২০২৪ সাল থেকে সিম নেওয়ার জন্য পেপারে ডকুমেন্ট দিতে হবে না।

Next Article