নয়া দিল্লি: রাত পোহালেই বাজেট (Budget 2024)। এবারের বাজেট বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট। দেশের সাধারণ নির্বাচনকে নজরে রেখেই বাজেট তৈরি করবে সরকার। সাধারণ মানুষের জন্য একাধিক জনকল্য়াণমূলক ঘোষণা করা হতে পারে এই বাজেটে। লোকসভা নির্বাচন থাকায় এবারে পূর্ণাঙ্গ বাজেট নয়, অন্তর্বর্তী বাজেট (Interim Budget) পেশ করা হবে। তবে এই বাজেটকে ঘিরেও প্রত্য়াশা কম নেই। বাজেটের ঘোষণা কী হবে, তার উপরে নির্ভর করে ওঠা-নামা হবে শেয়ার বাজারেও।
পরিকাঠামো-
বাজেট ঘোষণার পর পরিকাঠামো ক্ষেত্রে যে শেয়ার ও স্টকগুলি সবথেকে লাভবান হতে পারে, সেগুলি হল-
এছাড়া হ্যাভেলস, আর আর কেবল, আল্ট্রাক্য়াব কেবলের শেয়ারদরও বাড়তে পারে বাজেট ঘোষণার পর।
উপভোক্তা নির্ভর-
যে সমস্ত সংস্থা উপভোক্তা নির্ভর অর্থাৎ যাদের বিপুল গ্রাহক সংখ্যা রয়েছে, বাজেট ঘোষণার পর সেই সমস্ত সংস্থার শেয়ার দর বাড়তে পারে। বাজেটে যেহেতু গ্রামোন্নয়ন একটি গুরুত্বপূর্ণ অংশ হয়, তাই বাজেট ঘোষণার পর লাভবান হতে পারে-
এছাড়া সামহি হোটেল, চ্যালেট হোটেলস, ওয়ান্ডারলা হলিডে, ডিএলএফের শেয়ার দরও বাড়তে পারে।
ব্যাঙ্কিং-
বাজেট ঘোষণার পর একাধিক ব্যাঙ্কের শেয়ারদরও বাড়তে পারে। যে ব্যাঙ্কের শেয়ার সবথেকে বাড়তে পারে, সেগুলি হল-
রেলওয়ে-
বাজেটে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল রেলওয়ে। আগে আলাদাভাবে রেল বাজেট পেশ হত। এখন একইসঙ্গে বাজেট পেশ হলেও, রেল বরাবরই গুরুত্ব পায়। রেলের জন্য আর্থিক বরাদ্দও অনেকটাই বেশি হয়। এবারের বাজেটেও রেলকে ঘিরে একাধিক প্রত্যাশা রয়েছে। বাজেট ঘোষণার পর যে সংস্থাগুলির শেয়ারদর বাড়তে পারে, সেগুলি হল-
সিমেন্ট ও নির্মাণ ক্ষেত্র-
পরিকাঠামোর উন্নয়নও বাজেটের অন্যতম গুরুত্ব পায়। এবারের বাজেটেও পরিকাঠামোর উন্নয়ন নিয়ে ঘোষণা হতে পারে। বাজেটে যে সংস্থাগুলির শেয়ার বাড়তে পারে, সেগুলি হল-
প্রতিরক্ষা-
দেশে প্রতিরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা খাতে বরাদ্দও উত্তরোত্তর বেড়ে চলেছে। এবারের বাজেটে যদি প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয় বা বিশেষ কোনও ঘোষণা করা হয়, তবে এই সংস্থাগুলির শেয়ার দর বাড়তে পারে-