Share Market News: হিরো থেকে আদানি, ভাল লাভের মুখ দেখতে মে মাসের থাকুক নজর রাখবেন কোন কোন শেয়ারগুলিতে

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

May 15, 2023 | 9:32 PM

Share Market News: প্রসঙ্গত, সাম্প্রতিককালে হিন্ডেনবার্গ কাঁটা দূরে সরিয়ে ভাল লাভ দিয়েছে আদানি গ্রুপের একাধিক শেয়ার। তাতেই খুশির হাওয়া বিনিয়োগকারীদের মনে।

Share Market News: হিরো থেকে আদানি, ভাল লাভের মুখ দেখতে মে মাসের থাকুক নজর রাখবেন কোন কোন শেয়ারগুলিতে

Follow Us

কলকাতা: কখনও চড়ছে কখনও নামছে, চলতি অর্থবর্ষের শুরু থেকে শেয়ার বাজারের (Share Market News) অবস্থা খুব একটা ভালও ছিল না, আবার চূড়ান্ত ধরাশায়ী হতে দেখা যায়নি। তবে সপ্তাহের শুরুদিন সোমবার শেয়ার বাজারের অবস্থা রইল বেশ ভালই। উর্ধ্বগতি দেখা গেল নামকরা বেশ কিছু স্টকের। কিন্তু, বর্তমানে যদি বিনিয়োগের পরিকল্পনা থাকে তাহলে কোন স্টক থেকে আসতে পারে ভাল লাভ? এই উত্তর খুঁজতে গিয়ে প্রায়শই দিশাহীন হয়ে পড়েন বিনিয়োগকারীরা। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে বিনিয়োগ করলে ভাল লাভের মুখ দেখা যেতে পারে আদানি গ্রুপের একাধিক শেয়ারে (Adani Group Share Price)। পাশাপাশি মোটা অঙ্কের লাভ মিলতে পারে রেল বিকাশ নিগম থেকে হিরো মোটোক্রপের শেয়ারে।  

চোখ থাকুক আদানিতে 

প্রসঙ্গত, সাম্প্রতিককালে হিন্ডেনবার্গ কাঁটা দূরে সরিয়ে ভাল লাভ দিয়েছে আদানি গ্রুপের একাধিক শেয়ার। সূত্রের খবর, আদানি গ্রুপের দুই সংস্থা আদানি এন্টারপ্রাইজ ও আদানি ট্রান্সমিশন বাজার থেকে ২১ হাজার কোটি টাকা তোলার পরিকল্পনা করেছে। আদানি ট্রান্সমিশন তো সাফ জানাচ্ছে তাদের বোর্ড স্টক মার্কেট থেকে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা সংগ্রহ করার পরিকল্পনা করে ফেলেছে। এই পথে এন্টারপ্রাইজ। পাশাপাশি খানিক একই পথে টাকা টানতে চাইছে আদানি গ্রিন এনার্জিও। বর্তমানে আদানি এন্টারপ্রাইজের শেয়ার ১৯০০ টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। এখনা দেখার বাকি সংস্থাগুলির শেয়াদের দামে কতটা বাড়তে থাকে। 

শুধু আদানি নয়, স্পাইসজেট থেকে রেল বিকাশ নিগম, বেদান্ত সমস্ত সংস্থার শেয়ারেই উর্ধ্বগতি দেখতে পাওয়া যাচ্ছে। পিছিয়ে নেই হিরো মোটোক্রপ, ডিএলএফ-র মতো শেয়ারগুলিও। এর মধ্যে আরভিএনএল ধুঁকছিল বেশ কিছু বছর ধরেই। কিন্তু, বর্তমানে নতুন তিনটি বড় প্রজেক্ট হাতে আসায় ঘুরে দাঁড়িয়েছে এই সংস্থা। গত ১৯ এপ্রিল আরভিএনএল-র প্রতি শেয়ারের দাম ছিল ৭৪ টাকা। মাত্র দুসপ্তাহের ব্যবধানে এই শেয়ারের দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। অন্যদিকে হিরো মোটোক্রপ আবার কোস্টা রিকায় মোটরসাইকেল এবং স্কুটার বিক্রি এবং পরিষেবার জন্য Motosport SA-এর সাথে অংশীদারিত্ব করেছে। এই খবর সামনে আসার পর সোমবার একদিনে হিরোর শেয়ার প্রতি দাম প্রায় একশো টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। 

বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।

Next Article