Investment after Appraisal: মাইনে তো বাড়ল, অ্যাপ্রাইসালের টাকা এই জায়গায় বিনিয়োগে সহজেই ভাল লাভের মুখ দেখতে পারেন

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

May 15, 2023 | 7:49 PM

Investment after Appraisal: দ্রুত মোটা অঙ্কের লাভ ঘরে তুলতে অবশ্যই আপনার প্রথম পছন্দ হতে পারে শেয়ার মার্কেট। অপশন হিসাবে রয়েছে ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ডও।

Investment after Appraisal: মাইনে তো বাড়ল, অ্যাপ্রাইসালের টাকা এই জায়গায় বিনিয়োগে সহজেই ভাল লাভের মুখ দেখতে পারেন

Follow Us

কলকাতা: মার্চ শেষ। নতুন অর্থবছরে প্রায় সমস্ত সংস্থাই তাঁদের কর্মচারীদের মূল্যায়নের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। চলছে অ্যাপ্রাইসাল (Investment after Appraisal), পদন্নোতির প্রক্রিয়া। কোনও কোনও সংস্থায় আমার কর্মীরা আবার বোনাসও পান। সহজ, কথায় এপ্রিলের শেষ থেকেই বাড়তে থাকে মাইনে। পকেটে বাড়তি কিছু টাকা তো এল! কিন্তু, সেই টাকা কোথায় বিনিয়োগ করবেন ভেবে দেখেছেন? কোথায় টাকা রাখলে তা দ্রুত বাড়তে পারে? কোথায় রাখলে ভাল লাভের মুখে দেখতে পারেন? 

শেয়ার মার্কেট (Share Market) 

দ্রুত মোটা অঙ্কের লাভ ঘরে তুলতে অবশ্যই আপনার প্রথম পছন্দ হতে পারে শেয়ার মার্কেট। তবে আপনি যদি শেয়ার মার্কেটে এর আগে কখনও বিনিয়োগ করে না থাকেন তাহলে তবে বিনিয়োগ শুরু করার আগে বাজার সম্পর্কে প্রাথমিক পড়াশোনা করে বিনিয়োগ শুরু করা ভাল। কোন সংস্থা ভাল রিটার্ন দিতে পারে, কোন সংস্থার অতীতের রেকর্ড ভাল, কোথায় বিনিয়োগ করলে লোকসানের সম্ভাবনা কম, কোন সংস্থাই আবার সাম্প্রতিককালে কম সময়ে সব থেকে বেশি রিটার্ন দিয়েছে, এই সমস্ত দিক খতিয়ে দেখে তবেই করতে পারেন বিনিয়োগ। এর জন্য শেয়ার মার্কেট বিশেষজ্ঞদের পরামর্শও দিতে পারেন। 

লাভের মুখ দেখতে পারেন মিউচুয়াল ফান্ডেও (Mutual Fund)

শুধু শেয়ার মার্কেট নয়। বেতন বৃদ্ধির পর বাড়তি আয়ের জন্য আপনার বিনিয়োগের ভাল মাধ্যম হতে পারে মিউচুয়াল ফান্ড। শেয়ার বাজারের (Share Market) ঝুঁকিকে খানিক এড়িয়ে বিনিয়োগ করতেই এই মাধ্যমকে বর্তমানে বেছে নিচ্ছেন বহু বিনিয়োগকারীই। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার পরও আপনি যখন-তখন নিজের মন মর্জি মতো সেই বিনিয়োগকৃত অর্থ তুলে নিতে পারবেন। তবে টাকার বাড়া-কাম নির্ভর করে আপনি কোন ফান্ডে টাকা রাখছেন তার উপর। রয়েছে, স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যামের মতো মিউচুয়াল ফান্ড। শেয়ার বাজারের মতো বড়সড় ঝুঁকি না থাকলেও খানিক ঝুঁকি এখানেও থেকে যাচ্ছে। 

ভাবতে পারেন ফিক্সড ডিপোজিটের কথাও (Fixed Diposit)

অন্যদিকে ভবিষ্যতের কথা মাথায় রেখে বিনিয়োগের ভাল মাধ্যম হতে পারে ফিক্সড ডিপোজিটও। বিশেষজ্ঞরা বলছেন সাধরণভাবে, দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড এবং ফিক্সড ডিপোজিট, দুই মাধ্যমই বেশ লাভজনক। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে তিন মাস থেকে শুরু করে দশ বছর কিংবা পনেরো বছর পর্যন্ত আপনি কোনও ব্যাঙ্কে ফিক্সড অর্থাৎ কোনও তোলা-জমা ছড়া এককালীন ইনভেস্টমেন্টের মাধ্যমে টাকা রাখতে পারেন। এই ক্ষেত্রে রিটার্নের হার নির্ভর করবে ঠিক কতটা সময় পর্যন্ত আপনি টাকা রেখেছেন তার উপর। সাধারণত ব্যাঙ্কে ৪ থেকে ৭ শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া যায় ফিক্সড ডিপোজিটে। এই বিনিয়োগে ঝুঁকি নেই বললেই চলে। তবে লাভের পরিমাণ থাকে বেশ খানিকটা কম। 

রেকারিং ডিপোজিট

ফিক্সড ডিপোজিটের মতো ঝুঁকিহীন বিনিয়োগ করতে চাইলে রেকারিং ডিপোজিটের কথাও ভাবতে পারেন। প্রতি মাসে অল্প অল্প করে টাকা আপনি রেকারিং ডিপোজিট হিসাবে ব্যাঙ্কে জমা রাখতে পারেন। অনেক ব্যাঙ্কেই রেকারিং ডিপোজিটে ভাল সুদ মেলে। সেই সমস্ত ব্যাঙ্কে সহজেই বিনিয়োগ করতে পারেন। 

বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য।  উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।

Next Article