RVNL Share Price: ধুঁকছিল বেশ কয়েক বছর ধরে, মাত্র ১ মাসে রেলের এই সংস্থার শেয়ার দর দ্বিগুণ, নেপথ্যে কী কারণ?

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

May 04, 2023 | 7:20 AM

RVNL Share: প্রসঙ্গত, ভারতীয় রেলের অধীনেই কাজ করে থাকে আরভিএনএল। রেলমন্ত্রকের তরফে বরাদ পাওয়া নানা প্রকল্পের কাজ হয় এই সংস্থার হাত ধরে।

RVNL Share Price: ধুঁকছিল বেশ কয়েক বছর ধরে, মাত্র ১ মাসে রেলের এই সংস্থার শেয়ার দর দ্বিগুণ, নেপথ্যে কী কারণ?
গত এক মাসে কতটা বাড়ল আরভিএনএল-র শেয়ারের দাম?

Follow Us

কলকাতা: বিগত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বেড়েছে রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল-র শেয়ার (RVNL Share Price)। বর্তমানে এই সংস্থার প্রতি শেয়ারের (Share Market) দাম ১৩০ টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। মাত্র এক মাস আগে এই শেয়ারের দাম ৭০ টাকার আশেপাশে ঘোরাফেরা করছি। গত ১৯ এপ্রিল আরভিএনএল-র প্রতি শেয়ারের দাম ছিল ৭৪ টাকা। মাত্র দুসপ্তাহের ব্যবধানে এই শেয়ারের দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। তাতেই খুশির হাওয়া এই শেয়ারে বিনিয়োগকারীদের মনে। কিন্তু, আচমকা কেন এতটা বেড়ে গেল শেয়ারের দাম? 

ওয়াকিবহাল মহলের ধারণা, এর পিছনে রয়েছে মূলত তিন কারণ। প্রথমত, RVNL চেন্নাই মেট্রো রেল লিমিটেড (CMRL) ফেজ-II প্রকল্পের তিনটি আন্ডারগ্রাউন্ড প্যাকেজের জন্য সর্বনিম্ন দর হেঁকে খবরের শিরোনামে উঠে এসেছে। এই প্রকল্পে মোট খরচ হতে চলেছে ৩ হাজার ১৪৬ কোটি টাকা। দ্বিতীয়ত, কোম্পানিটিকে পাবলিক এন্টারপ্রাইজ বিভাগ ‘নবরত্ন’ সংস্থার মর্যাদা দিয়েছে। তৃতীয়ত, রাজস্থানের বাঁশওয়ারায় মাহি বাজাজ সাগর প্রকল্পের জন্য ২,২৪৯ কোটি টাকার সর্বনিম্ন দর দিয়েছে আরভিএনএল। 

প্রসঙ্গত, ভারতীয় রেলের অধীনেই কাজ করে থাকে আরভিএনএল। রেলমন্ত্রকের তরফে বরাদ পাওয়া নানা প্রকল্পের কাজ হয় এই সংস্থার হাত ধরে। গোটা প্রকল্পের বাস্তবায়নের জন্য চুক্তিপত্র তৈরি, দর হাঁকা, কাজের রূপরেখা তৈরি, খরচ যাবতীয় বিষয়ের খেয়াল রেখে থাকে এই সংস্থা। বিগত কয়েক বছর ধরে এই সংস্থার শেয়ারের ঊর্ধ্বগতি বিশেষ দেখতে পাওয়া যায়নি। পরিসংখ্যান বলছে ২০২০ সালের ১৫ মার্চ এই সংস্থার প্রতি শেয়ারের দাম ছিল ১২ টাকার আশেপাশে। মাত্র ১ বছর আগে ২০২২ সালের ৪ মে এই সংস্থার শেয়ার দর ছিল ৩২ টাকার আশেপাশে। সেখানে তা একেবারে ১৩০ টাকার গণ্ডি ছাড়িয়ে যাওয়ায় চোখ ছানাবড় হয়ে গিয়েছে অনেকেরই।

Next Article