Share Market Investment: ৩ বছরে ১২০০ শতাংশ রিটার্ন! সকলকে অবাক করে দিচ্ছে এই সংস্থার বুল রান

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Apr 23, 2023 | 7:25 AM

Share Market Investment: এদিকে পরিসংখ্যানের দিকে নজর দিলে দেখা যাবে ২০২০ সালের ১৭ এপ্রিল বোরোসিল রিনিউবেলস লিমিটেডের স্টকের দাম ছিল ৩৭ টাকার আশেপাশে। বম্বে স্টক এক্সচেঞ্জে এই স্টকের দাম বর্তমানে ৪৯৬ টাকায় পৌঁছে গিয়েছে।

Share Market Investment: ৩ বছরে ১২০০ শতাংশ রিটার্ন! সকলকে অবাক করে দিচ্ছে এই সংস্থার বুল রান
চমকে দিচ্ছে এই সংস্থার স্টক

Follow Us

কলকাতা: কেউ রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখেন আবার কেউ খোঁজ করেন বাড়তি উপার্জনের, কেউ আবার নিতান্তই শখের বশে শেয়ার বাজারের অলিতেগলিতে ঘুরে বেড়ান। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাজার বুঝে বিনিয়োগ করতে পারলে সহজেই বড় লাভ ঘরে তোলা সম্ভব শেয়ার বাজারের (Share Market) হাত ধরে। কিন্তু, না বুঝে বিনিয়োগ করলেই রয়েছে বিপদ। ফাঁকা হয়ে যেতে পারে পকেট। কিন্তু, বুঝবেন কী করে কোন স্টক ভাল লাভ দিতে পারে? সম্প্রতি সোলার গ্লাস নির্মাতা বোরোসিল রিনিউবেলস লিমিটেডের বুল রান অবাক করে দিয়েছে সকলকে। গত তিন বছরে এই স্টক বিনিয়োগকারীদের প্রায় ১২০০ শতাংশ রিটার্ন দিয়েছে। 

এদিকে পরিসংখ্যানের দিকে নজর দিলে দেখা যাবে ২০২০ সালের ১৭ এপ্রিল বোরোসিল রিনিউবেলস লিমিটেডের স্টকের দাম ছিল ৩৭ টাকার আশেপাশে। বম্বে স্টক এক্সচেঞ্জে এই স্টকের দাম বর্তমানে ৪৯৬ টাকায় পৌঁছে গিয়েছে। সংশ্লিষ্ট সময়সীমার মধ্যে যা প্রায় ১২০০ শতাংশ রিটার্ন দেওয়ার সমান। 

সহজ কথায় আজ থেকে তিন বছর আগে কেউ এই স্টকে বিনিয়োগ করে থাকলে তিনি আজ প্রায় ১২ লক্ষ টাকার মালিক হতেন। অন্যদিকে পরিসংখ্যান আরও বলছে ২০২১-২২ অর্থবর্ষ থেকে এই সংস্থার নিট মুনাফার হাল খারাপ হতে থাকে। ২০২২-২৩ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে বোরোসিল রিনিউবেলস লিমিটেডের নিট মুনাফা ৫০.৮৬% কমে ২২.৪৭ কোটি টাকা হয়েছে। তবে শেয়ার দরের উর্ধগতি বজায় রয়েছে। ২০২২ সালের ২৫ এপ্রিল এই স্টকের ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে ৮৩৩ টাকায় পৌঁছেছিল। পরবর্তীতে চলতি বছরের ২৮ মার্চ এই স্টক তার ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ৩৮০.০৫ টাকায় পৌঁছেছিল। ওঠা নামা চলছিলই। কিন্তু, তিন বছরে শেয়ার দর ৩৭ টাকা থেকে বর্তমানে একলাফে ৪৯৬ টাকায় পৌঁছানো অবাক করেছে সকলকেই। 

বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।

Next Article