Petrol Price Today: ফের কমল অপরিশোধিত তেলের দাম, এখন কি আরও সস্তা হবে জ্বালানি তেল! জানুন বিস্তারিত

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Nov 11, 2021 | 12:31 PM

Petrol Price Today: সড়ক পরিবহণ এবং রাজপথ মন্ত্রী নিতিন গডকরীর বক্তব্য, পেট্রোল, ডিজেল আর অন্য পেট্রোলিয়াম প্রোডাক্টকে জিএসটির আওতায় নিয়ে এলে এদের দাম কমবে। সেই সঙ্গে এর ফলে কেন্দ্র আর রাজ্য, দুজনেরই আয় বাড়বে। একটি অনুষ্ঠানে কথা বলতে গিয়ে গডকরী বলেছেন, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যদি রাজ্য সরকারগুলির সমর্থন পান, তাহলে তিনি নিশ্চিতভাবে বাহন ইন্ধনকে জিএসটির আওতায় নিয়ে আসার চেষ্টা করবেন।

Petrol Price Today: ফের কমল অপরিশোধিত তেলের দাম, এখন কি আরও সস্তা হবে জ্বালানি তেল! জানুন বিস্তারিত
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: অপরিশোধিত তেল থেকেই পেট্রোল-ডিজেল এবং অন্যান্য ইন্ধন তৈরি হয়, যা ব্যবহার করা হয় গাড়ি বাইক এবং শিল্পক্ষেত্রেও। এই কারণে বিদেশী বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়া কমার উপর ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষের উপরও এর সরাসরি প্রভাব পড়ে। বিশেষজ্ঞদের মতে, বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। তবে ঘরোয়া বাজারে পেট্রোল ডিজেলের দাম স্থির রয়েছে।

HPCL এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী এদিন দেশে পেট্রোল ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। কলকাতায় আজ পেট্রোলের দাম প্রতি লিটার ১০৪.৬৭ টাকা অন্যদিকে ডিজেলের দাম প্রতি লিটার ৮৯.৭৯ টাকা। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৪.০১ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৬.৭১ টাকা। দেশের তিন বড় তেল মার্কেটিং কোম্পানি এইচপিসিএল, বিপিসিএল এবং আইওসিএল রোজ সকাল ৬টায় পেট্রোল আর ডিজেলের রোজকার দাম ঘোষণা করে।

পেট্রোল ডিজেলের দাম অপরিশোধিত তেলের দাম, আন্তর্জাতিক স্তরে পেট্রোলের দাম আর ভারতীয় টাকার দাম বাড়া কমার উপর নির্ভর করে। যদি মার্কিন ডলারের তুলনায় টাকার দাম কম হয়, তাহলে দেশীয় কোম্পানিগুলিকে তেল কেনার জন্য বেশি মার্কিন ডলার চোকাতে হবে। অন্যদিকে যদি টাকার দাম বাড়ে তাহলে দেশের বিদেশী পুঁজির ভান্ডারের পাশাপাশি সাধারণ মানুষের পকেটও স্বস্তি দেয়।

ভবিষ্যতে কী হবে

আমেরিকায় ক্রুড ইনভেন্ট্রিতে ১ মিলিয়ন ব্যারেল বেড়েছে। অন্যদিকে ইউবিএস অ্যানালিস্ট জিয়োভানি স্টানোভার বক্তব্য, গত কিছুদিনের শক্তিশালী ব়্যালির পর, এখন ক্রুডে কনসোলিডেশন আসবে। ক্রুডের দাম আরও কমতে পারে। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন ক্রুডের চাহিদা প্রিকোভিড স্তরে ফিরে এসেছে। ২০২২ এর প্রথম ত্রৈমাসিকে চাহিদা ২০১৯ এর স্তর থেকে বেশি হতে পারে। এই অবস্থায় ক্রুড জানুয়ারী মাসে প্রতি ব্যারেল ১০০ টাকায় পৌঁছে যেতে পারে।

পেট্রোল ডিজেল নিয়ে সরকার এখন কী করবে

সড়ক পরিবহণ এবং রাজপথ মন্ত্রী নিতিন গডকরীর বক্তব্য, পেট্রোল, ডিজেল আর অন্য পেট্রোলিয়াম প্রোডাক্টকে জিএসটির আওতায় নিয়ে এলে এদের দাম কমবে। সেই সঙ্গে এর ফলে কেন্দ্র আর রাজ্য, দুজনেরই আয় বাড়বে। একটি অনুষ্ঠানে কথা বলতে গিয়ে গডকরী বলেছেন, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যদি রাজ্য সরকারগুলির সমর্থন পান, তাহলে তিনি নিশ্চিতভাবে বাহন ইন্ধনকে জিএসটির আওতায় নিয়ে আসার চেষ্টা করবেন। আপনাদের জানিয়ে দিই কিছু রাজ্য পেট্রোল আর ডিজেলকে জিএসটির আওতায় আনার বিরোধ করছে। এর মধ্য পশ্চিমবঙ্গও রয়েছে। ১৭ সেপ্টেম্বর ২০২১ এ অনুষ্ঠিত হওয়া জিএসটি কাউন্সিলের বৈঠকে পেট্রোল আর ডিজেলকে জিএসটির বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: RBI Governor Shaktikanta Das: ‘অর্থনীতির হাল ফিরিয়েছে সরকারের সাহসী সিদ্ধান্তও’, জিডিপি বৃদ্ধির ইঙ্গিত আরবিআই গভর্নরের

Next Article